রাকিবুর রহমান
আপডেট: ১৯:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২১
আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
আইয়ুব খান
আজ ২৩ ফেব্রুয়ারি। পাকিস্তানি সেনাবাহিনীর ঊর্ধ্বতন অধিকারক আইয়ুব খানের পদত্যাগের দিন। ১৯৬৯ সালের এ দিনে পাকিস্তানের গণঅভ্যুত্থানের মুখে ১১ বছরের রাষ্ট্রপতিত্বের অবসান ঘটিয়ে পদত্যাগ করেন তিনি।
১৯৫৮ সালের ৭ই অক্টোবর পাকিস্তানে সামরিক আইন জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা। সেসময় আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসকের পদে নিযুক্ত করেন তিনি। পরে ২৭ অক্টোবর ইস্কান্দার মির্জাকে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করে নিজেই রাষ্ট্রপতির পদে আসীন হন আইয়ুব।
আইয়ুব খানের জন্ম ১৯০৭ সালের ১৪ মে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের হরিপুর জেলায়। ১৯২৬ সালে ইংল্যান্ডের বার্কশায়ারের স্যান্ডহার্স্টে অবস্থিত রয়েল মিলিটারি কলেজে অধ্যায়নের সুযোগ পান আইয়ুব। তার ঠিক দুই বছর পর ১৯২৮ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে কমিশনপ্রাপ্ত হন তিনি।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর নবগঠিত পাকিস্তান সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার হিসেবে যোগ দেন আইয়ুব খান। পরবর্তীতে ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং ১৯৫৩ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫৮ সালের ৭ই অক্টোবর পাকিস্তানে সামরিক আইন জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা। সেসময় আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসকের পদে নিযুক্ত করেন তিনি। পরে ২৭ অক্টোবর ইস্কান্দার মির্জাকে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করে নিজেই রাষ্ট্রপতির পদে আসীন হন আইয়ুব।
১৯৬৫ সালের রাষ্ট্রপতি নির্বাচনে আইয়ুব খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন ফাতেমা জিন্নাহ। তবে সেই নির্বাচনে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন আইয়ুব খান। ১৯৬৭ সালে পশ্চিম পাকিস্তানে (বর্তমানে পাকিস্তান) জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে বিক্ষোভ এবং পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের মুখে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তার জায়গায় আসেন জেনারেল ইয়াহিয়া খান। কিন্তু তখনো পাকিস্তানে গণতন্ত্র ফিরে আসেনি। পরিশেষে ১৯৭১ সালে রক্তক্ষয়ী এক যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা ছিনিয়ে নেয় বাংলাদেশ। দীর্ঘ রোগ ভোগের পর ১৯৭৪ সালে আইয়ুব খান মৃত্যুবরণ করেন।
আইনিউজ/আরআর
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’