আপডেট: ১০:৪০, ২৯ আগস্ট ২০১৯
পাইপলাইনের উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপরিকল্পিতভাবে চা বাগানের একটি পাহাড়ি সড়ক বড় করায় পাশ দিয়ে নেওয়া গ্যাসের পাইপলাইন এসে পড়েছে সড়কের মধ্যে। ফলে বৃষ্টি দিলেই সড়কের মাটি সরে গিয়ে উপরে ভেসে উঠেছে গ্যাস সঞ্চালন লাইন। এরকম অবস্থাতেই ঝুঁকি নিয়ে প্রতিদিন এ লাইনের উপর দিয়ে চলাচল করছ যানবাহন।
এমন ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের টিপরা ছড়ার প্রবেশমুখ থেকে নাহার চা বাগান যাওয়ার সড়কে। শীঘ্রই ভেসে ওঠা এই পাইপলাইন না সরালে দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। চা বাগান কর্তৃপক্ষও গ্যাস পরিসঞ্চালন লাইনের এ অবস্থাকে ঝুঁকিপুর্ণ মনে করছেন। তবে জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম কর্তৃপক্ষ এতে ততোটা ঝুঁকি দেখছে না। ফলে আগামী শীত মৌসুমে পাইপ লাইন সরনারোর কাজ শুরুর কথা জানিয়েছে গ্যাস কর্তৃপক্ষ।
জানা যায়, এখন চা বাগানে ভরা মৌসুম চলছে। ফলে ঝুঁকি থাকা সত্ত্বেও এই লাইন দিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে। গ্যাস বন্ধ থাকলে চায়ের উৎপাদন বন্ধ হয়ে পড়বে। তাই এখনই সংস্কার কাজ শুরু হচ্ছে না। আপাতত স্থানীয়ভাবে মাটি ফেলে এটিকে যতটা সম্ভব মাটির নিচে রাখা যায় সে ব্যবস্থা চলছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এ গ্যাস সঞ্চালন লাইনটি নেওয়ার সময় রাস্তা ছোট ছিলো, ফলে তখন পাইপলাইন ছিলো রাস্তার পাশে, কিন্তু রাস্তাটি চা বাগান কর্তৃপক্ষ প্রশস্ত করলে সঞ্চালন লাইনটি বর্তমানে বর্ধিত রাস্তার মধ্যে অবস্থান করছে। আর এজন্যই তৈরী হয়েছে এ অবস্থা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টিপরা ছড়া চা বাগানের প্রবেশ মুখ থেকে নাহার চা বাগানে যাওয়ার পাহাড়ি কাঁচা এ রাস্তাটির চার কিলোমিটার এলাকায় রাস্তার নিচ দিয়ে গ্যাসের পাইপ লাইন নিয়ে যাওয়া হয়েছে। রাস্তার বেশীরভাগ অংশে মাটি সরে গিয়ে গ্যাস সঞ্চালন পাইপ বেরিয়ে পড়েছে। চালকরা এই সঞ্চালন লাইনের উপর দিয়েই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে।
এই রাস্তায় চলাচলকারী জীপ গাড়ির চালক আব্দুল খালেক বলেন, রাস্তাটি এমনিতেই আঁকাবাঁকা ও কর্দমাক্ত, পাহাড়ের ঢাল বেয়ে যেতে হয়, এমনিতেই আমরা এই কাঁচা রাস্তা দিয়ে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। এখন এই গ্যাস পাইপ লাইন বিপদজনক সমস্যা হিসেবে সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ির কারণে যদি এই গ্যাস লাইন কোন সমস্যা হয় তখন আমরাও বিপদে পরবো।
নাহার চা বাগানের ব্যবস্থাপক পিযুষ কান্তি ভট্টাচার্য বলেন, ‘আমি নিজেও এই রাস্তা দিয়ে চলাচল করি। এটি একটু ঝুঁকিপূর্ণ অবস্থায়ই আছে। চা বাগানের পক্ষ থেকে কয়েকবার পাইপ লাইনের উপর মাটি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বৃষ্টির পানিতে মাটি সরে গেছে। এখন পাইপগুলো খুলে গভীর গর্ত করে টানতে হবে। কিন্তু এই কাজ সম্পাদন করতে হলে গ্যাস সংযোগ বন্ধ রাখতে হবে। আমরা আবেদন করেছি, আগামী শীতে এটি সরানোর কাজ হবে বলে আমরা জেনেছি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের শ্রীমঙ্গল আঞ্চলিক শাখার উপ-ব্যবস্থাপক গৌতম দেব বলেন, আমরা চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে এ ব্যাপারে আবেদন পেয়েছি। আমাদের সংশ্লিষ্ট বিভাগকে কাজের নির্দেশ পাঠানো হয়েছে। আমরা ডিসেম্বর এর দিকে কাজ শুরু করবো, এখানে গাড়ির সংখ্যা কম থাকায় আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি না। তবে আমরা দ্রুত কাজটি করে ফেলবো।
আইনিউজ/এইচএ- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের