আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৫৪, ২ মে ২০২১
নিজ আসনে হেরেও কি মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা ?
নিজ আসনে জিততে পারেননি তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে মমতার এই পিছিয়ে পড়াকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন। এমন অবস্থায় তৃণমূল ক্ষমতায় ফিরলেও নিজ আসনে হেরে যাওয়া মমতা ব্যানার্জি কী মুখ্যমন্ত্রী থাকতে পারবেন ?
সর্বশেষ আপডেট অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ২১১ আসন পেয়ে গেছে মমতার দল তৃণমূল। অন্যদিকে বিজেপি এখন পর্যন্ত পেয়েছে ৮০টি আসন।
বেহাল অবস্থায় বিজেপি। এমন অবস্থায় তাদের স্বস্তি দিচ্ছে শুধু নিজ আসন নন্দীগ্রামে মমতার পিছিয়ে পড়া। একসময়ে মমতার ঘনিষ্ট সহযোগী থাকলেও বর্তমানে মমতার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী তিন হাজারের বেশি ভোটে নন্দগ্রামে এগিয়ে আছেন। এমন অবস্থায় মমতা কি আবার মুখ্যমন্ত্রীর আসনে ফিরতে পারবেন?
এ বিষয়ে কি বলছে ভারতের সংবিধান
ভারতের সংবিধানের আর্টিকেল ১৬৩ ও ১৬৪ অনুযায়ী, কাউকে মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রিপরিষদের সদস্য হতে চাইলে বিধানসভার সদস্য হতে হবে। ওই ধারায় বলা হয়েছে, রাজ্যের বিধানসভার সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারাই মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন। আরও বলা হয়েছে, টানা ছয় মাস মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী থাকতে গেলে তাকে রাজ্যের কোনও একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। অন্যথায় ১৮০ দিন পর তার পদ বাতিল হয়ে যাবে।
সংবিধানের এসব ধারা অনুযায়ী, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা ধরে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তাহলে তিনি অন্য কোনও একটি আসন থেকে নির্বাচিত হয়ে আসতে ৬ মাস সময় পাবেন। সেক্ষেত্রে দলের কোনও এক সদস্যকে পদত্যাগ করে তার আসনটি শূন্য করে দিতে হবে। আর সেখান থেকেই নির্বাচন করে রাজ্যের ২৯৪ আসনের বিধানসভার আইনপ্রণেতা নির্বাচিত হবেন তিনি।
নন্দীগ্রামে তৃণমূলের দিদি নয়, জিতেছেন বিজেপির দাদা!
সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে নন্দীগ্রামের আসন নিয়ে। ১৭ রাউন্ড গণনার পর মমতা জিতেছেন এমন শোনা যায়। ভারতীয় প্রধান প্রধান সংবাদমাধ্যমগুলোও এ বিষয়ে প্রতিবেদনে জানায়। কিন্তু প্রশ্ন থেমে থাকে নি, সন্ধ্যার দিকে প্রশ্ন উঠে মমতার জয় নিয়ে। জল্পনা-কল্পনা আরও বাড়তে থাকে। অবশেষে জানা গেলো, নন্দীগ্রামে তৃণমূলের মমতা দিদি নয়, জিতেছেন বিজেপির প্রার্থী শুভেন্দু।
আনন্দবাজারের খবরে বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিকভাবে কিছু জানা যাচ্ছিল না। তাই মমতাকে জয়ী ঘোষণা করা হয়। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দুর জয়ের খবর আসে।
এ নিয়ে শুভেন্দু জানান, ১৬২২ ভোটে জিতেছি আমি। তারপর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতা। তিনি বলেন, নন্দীগ্রাম যা রায় দেবে, মাথা পেতে নেব। বিস্তারিত...
আশাহত অমিত শাহ: দিদি কিভাবে এতো ভোট পেলেন!
ইতোমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূলের মমতা ব্যানার্জি। নির্বাচনের এমন ফলে আশাহত গেরুয়া বাহিনী বিজেপির অমিত শাহ। বিজেপির এমন হারের কারণ জানতে চেয়েছেন বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এর আগে বিধানসভা ভোটের প্রচারপর্বে রাজ্যে এসে একাধিক বার ২০০ আসনে জিতবেন বলে দাবি করেছিলেন বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। কিন্তু ভোটগণনার গতিপ্রকৃতির ইঙ্গিত, ১০০ আসনেও জিততে পারবে না পদ্ম-শিবির।
অমিত শাহ ভোটে বিজেপির বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন। বিস্তারিত...
অভিনন্দনে ভাসছেন মমতা
মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়। এ উপলক্ষ্যে অভিনন্দন জানাতে শুরু করেছেন অন্য রাজের শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা।
মমতাকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি প্রধান শরদ পাওয়ার, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রমূখ। এছাড়াও তালিকায় আছেন আরও বিভিন্ন বলিউড স্টার, সেলিব্রেটি এবং বিখ্যাতরা। বিস্তারিত...
মিছিল না করতে বললেন দিদি
জয়ের প্রান্তলগ্নে পৌঁছে মমতা ব্যানার্জি তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বিজয় মিছিল বের না করার। করোনা পরিস্থিতিতে এ বিজয় মিছিল সংক্রমণের কারণ হতে পারে। অন্য দিকে এ বার বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করেছে গেরুয়া শিবির। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু