আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:২০, ৮ ডিসেম্বর ২০২১
হেলিকপ্টার বিধ্বস্ত : ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত গুরুতর দগ্ধ
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত গুরুতর আহত হয়েছেন। দেশটির এই প্রতিরক্ষা প্রধানকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বুধবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দেশটির প্রতিরক্ষাপ্রধানসহ ১৪ সামরিক কর্মকর্তাকে বহনকারী এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে প্রাথমিকভাবে ৫ জনের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম।
আরও পড়ুন- ভারতে বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সেনা সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হেলিকপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন স্ত্রী মধুলিকা; তার অবস্থাও আশঙ্কাজনক।
কুন্নুরের জঙ্গলে দেশটির সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরই কপ্টারে আগুন ধরে যায়। তামিলনাড়ুর নীলগিরির জেলা কালেক্টর প্রাথমিকভাবে এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ৪৩তম শেখ হাসিনা
দেশটির অপর একটি সংবাদমাধ্যম বলছে, ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ ফাইভ মডেলের হেলিকপ্টারটি তালিমানাড়ুর সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরিতে বিধ্বস্ত হয়।
এনডিটিভি বলছে, রাশিয়ার তৈরি এই হেলিকপ্টার বিধ্বস্তের খবর ১২টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসনকে জানান স্থানীয়রা। সেখানে পৌঁছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
আরও পড়ুন- ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে করোনা টিকা : ডব্লিউএইচও
সামরিক এই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির বিমান বাহিনীর এক টুইট বার্তায় জানানো হয়েছে। এই দুর্ঘটনার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির সংসদে কপ্টার দুর্ঘটনার ব্যাপারে রাজনাথ কথা বলবেন, বলছে দ্য হিন্দু।
আইনিউজ/এসডিপি
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’