আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:০৬, ১২ ডিসেম্বর ২০২১
নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অবশ্য অল্প কিছু সময়ের মধ্যেই যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে অ্যাকাউন্ট ফিরে পেতে সমর্থ হয় ভারতের কর্মকর্তারা। তবে এর আগেই হ্যাককৃত অ্যাকাউন্ট থেকে বিটকয়েন নিয়ে ছড়ানো হয় গুজব। রোববার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর সেই অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘দেশে বৈধতা পাচ্ছে বিটকয়েন। সরকার ৫০০ বিটকয়েন কিনেছে। দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে।’
আরও পড়ুন- যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাত, অন্তত ৫০ জনের প্রাণহানি
এরপরই মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। তুমুল আলোড়ন সৃষ্টি হয় নেটমাধ্যমে। এমনকি কটাক্ষ ও সমালোচনাও শুরু হয়ে যায়। তড়িঘড়ি করে আসরে নামেন আইটি ও সাইবার বিশেষজ্ঞরা। পরে দ্রুততার সঙ্গে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
পরে নরেন্দ্র মোদির কার্যালয়ের পক্ষ থেকে এই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলটি ‘খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল’ এবং পরে তা ফের সুরক্ষিত করে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিষয়টি টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অ্যাকাউন্টে বিটকয়েন দেওয়ার প্রতিশ্রুতিসহ একটি লিংক শেয়ার করা হয়েছিল। এসব টুইট গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’
আরও পড়ুন- ডেল্টা নাকি ওমিক্রন? ভয়াবহ কোনটা?
ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে ৭ কোটি ৩৪ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। হ্যাক হওয়ার কিছু পরই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার করা হয় এবং ভুয়া টুইটগুলোকে ডিলিট করে ফেলা হয়।
অবশ্য টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবরে প্লাটফর্মটিতে ‘হ্যাক’ হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে। ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি টুইটে বলেন, ‘গুড মর্নিং মোদীজি, সব চাঙ্গা সি (সব ভালো আছে তো)? ’
ভারতের রাজনৈতিক বিশ্লেষক তহসিন পুনাওয়ালা এক টুইটে বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট কি হ্যাক করা হয়েছিল? এবং #বিটকয়েনের প্রতিশ্রুতি!!’
আরও পড়ুন- চীনে এবার মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত
উল্লেখ্য, যে টুইটার অ্যাকাউন্ট নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ আপডেট করে, গত বছরের সেপ্টেম্বরে সেটি অজানা একটি গ্রুপ হ্যাক করেছিল। অবশ্য শনিবার মধ্যরাতে মোদির টুইটার হ্যাক করার পেছনে ঠিক কারা জড়িত তা এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’