আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:০০, ১৪ ডিসেম্বর ২০২১
টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ইলন মাস্ক
ইলন মাস্ক
টাইম ম্যাগাজিনের বিচারে ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন ইলন মাস্ক। সোমবার (১৩ ডিসেম্বর) টাইমের পক্ষ থেকে মাস্কের নাম ঘোষণা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা এবং মহাকাশ অভিযান সংস্থা স্পেসএক্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং একইসাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। চলতি বছর অ্যামাজোনের জেফ বেজোসকে হঠিয়ে চলতি বছরই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থানও দখল করেছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইলন মাস্ক।
আরও পড়ুন- ১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
বিজয়ীর নাম ঘোষণা করার সময় ৫০ বছর বয়সী এই ধনকুবেরকে নিয়ে টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ অ্যাডওয়ার্ড ফেলসেনথাল টুইটারে জানান, তিনি (ইলন মাস্ক) পৃথিবীতে জীবনকে এবং সম্ভবত পৃথিবীর বাইরেও জীবনকে নতুন আকার দিচ্ছেন।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স এর তথ্য অনুযায়ী, ইলন মাস্ক বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, তার আনুমানিক সম্পদ ২৬৬ বিলিয়ন মার্কিন ডলার। ফেলসেনথাল বলেছেন, ‘আমরা চাই বা না চাই, আমরা এমন এক যুগে রয়েছি, যেখানে আমাদের জীবনের অনেক কিছু, এই অত্যন্ত ধনী কারিগরি ক্ষেত্রের নেতারাই তৈরি করছেন।’
এদিকে মাস্ককে নিয়ে টাইম ম্যাগাজিন বলছে, ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির নিজের কোনো বাড়ি নেই এবং সম্প্রতি তিনি তার ভাগ্যও বিক্রি করে দিয়েছেন।’
আরও পড়ুন- যেভাবে ফেসবুক পোস্টের রিঅ্যাক্ট লুকাবেন
টাইম মাস্কের সম্পর্কে আরও বলেছে, ‘তিনি কক্ষপথে উপগ্রহ নিক্ষেপ করেন এবং সূর্যশক্তিকে ব্যবহার করেন। তিনি এমন একটি গাড়ি তৈরি করেছেন যা গ্যাস ব্যবহার করে না এবং ড্রাইভারের প্রয়োজন হয় না বললেই চলে। তার আঙুলের টোকায় স্টক মার্কেট ওঠে-নামে। তার প্রতিটি উচ্চারণে অনুসারীরা আন্দোলিত হয়। অদম্য মনোভাব নিয়ে পৃথিবীর সিংহাসনে বসে তিনি মঙ্গল গ্রহের স্বপ্ন দেখেন।’
২০০২ সালে মহাকাশ সংস্থা স্পেসএক্স প্রতিষ্ঠা করেছিলেন ইলন মাস্ক। চলতি বছরে তারা কেবল বেসামরিক ক্রু নিয়ে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করে ইতিহাস তৈরি করেছে। সেই ক্রু সদস্যদের মধ্যে একজন ক্যান্সার থেকে সুস্থ হওয়া শিশুও ছিল।
আরও পড়ুন- গুগল ফটোজে লুকিয়ে রাখা যাবে ব্যক্তিগত ছবি
১৯২৭ সাল থেকে প্রতি বছরের শেষে ‘টাইমস পার্সন অব দ্য ইয়ার’ খেতাব দিয়ে আসছে টাইমস ম্যাগাজিন। এটি আদতে কোনো পুরস্কার বা সম্মান না হলেও, গত এক বছরে বিশ্বে যে ব্যক্তি বা ব্যক্তিদের প্রভাব সবচেয়ে বেশি ছিল তাকেই স্বীকৃতি দেয় এই মনোনয়ন।
আইনিউজ/এসডিপি
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’