আন্তর্জাতিক ডেস্ক
কোভোভ্যাক্সকে ছাড়পত্র দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) ও মার্কিন ওষুধ নোভাভ্যাক্সের উৎপাদিত করোনা টিকা কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যাবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।
আরও পড়ুন- ৭০ গুণ দ্রুত ছড়িয়ে পড়ে ওমিক্রন : হংকংয়ের গবেষণা
শুক্রবার এক বিবৃতিতে এ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এই টিকাটির মান, নিরাপত্তা, কার্যকারিতা ও (টিকা) প্রস্তুতকারী কোম্পানির টিকা উৎপাদনের পরিবেশ বিষয়ক পর্যালোচনামূলক তথ্য আমাদের দিয়েছে।’
আরও পড়ুন- ওমিক্রন নজিরবিহীন হারে ছড়িয়ে পড়ছে : ডব্লিউএইচও
‘এসব তথ্য যাচাই-বাছাই করে ডব্লিউএইচওর উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ডব্লিউএইচওর ছাড়পত্র পাওয়ার জন্য যেসব শর্ত পূরণ আবশ্যক, সেসব সন্তোষজনক ভাবেই পূরণ করেছে টিকার প্রস্তুতকারী কোম্পানি। এই টিকা ব্যাবহারে ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি এবং বিশ্বজুড়ে এটি ব্যবহার করা যেতে পারে।’
এক টুইটবার্তায় টিকার প্রস্তুতাকারী প্রতিষ্ঠান এসআইআইয়ের শীর্ষ নির্বাহী আদর পুনাওয়ালা বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একটি মাইলফলক স্পর্ষ করলাম আমরা। ডব্লিউএইচও কোভোভ্যাক্সকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।’
আরও পড়ুন- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ইলন মাস্ক
‘ডব্লিউএইচও এই টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট। এই ছাড়পত্র দেওয়ার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ।’
এই নিয়ে ভারতে উৎপাদিত তৃতীয় টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে ভারতের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকাকে জরুরি প্রয়োজনে ব্যবহার বিষয়ক ছাড়পত্র দিয়েছিল ডব্লিউএইচও।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’