আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:১৬, ২৩ ডিসেম্বর ২০২১
বুস্টার কর্মসূচি করোনা মহামারিকে আরও দীর্ঘায়িত করবে : গেব্রিয়েসুস
তেদ্রোস আধানম গেব্রিয়েসুস
ধনী দেশগুলো বুস্টার কর্মসূচি করোনা মহামারিকে আরও দীর্ঘায়িত করবে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর মহাপরিচালক ধনী দেশগুলোতে শুরু হওয়া বুস্টার বা করোনার তৃতীয় ডোজ দেওয়া বিষয়ক কর্মসূচির সমালোচনা করেন।
গেব্রিয়েসুস বলেন, ‘বিশ্বজুড়ে করোনার অধিক ঝুঁকিতে যারা আছেন, তাদের একটি বড় অংশই এখনও টিকা পাননি। অন্যদিকে ধনী দেশগুলোর অধিকাংশ নাগরিক যেখানে করোনার দুই ডোজ সম্পূর্ণ করে ফেলেছেন, তাদেরকে এখন দেওয়া হচ্ছে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ।’
আরও পড়ুন- ‘গরু আমাদের মা’
‘ধনী দেশগুলোর এই ঢালাও বুস্টার কর্মসূচি করোনা মহামরির সমাপ্তি টানার বদলে তাকে আরও দীর্ঘায়িত করবে। পাশাপাশি, এই ভাইরাসটির নিত্য নতুন ধরন আগমনের সুযোগ সৃষ্টি করবে।’
‘কারণ, যারা এখনও করোনা টিকার ডোজ পাননি, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির হার তাদের বেশি থাকবে। ফলে ভাইরাসটির অভিযোজনের প্রবণতাও থাকবে বেশি।’
আরও পড়ুন- ভারতে আদালতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২
করোনা টিকা বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে করোনা টিকা বণ্টনে অসাম্যের বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ডব্লিউএইচও। সংস্থার পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, বিশ্বের ধনী দেশগুলোর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি যেখানে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, সেখানে দরিদ্র ও উন্নয়নশীল অনেক দেশ এখন পর্যন্ত পর্যাপ্ত ডোজের অভাবে টিকাদান কর্মসূচি শুরুই করতে পারেনি।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গেব্রিয়েসুস বলেন, ‘শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে, করোনার টিকা বাজারে এসেছে এক বছর আগে, অথচ এখনও আফ্রিকার প্রতি চারজন স্বাস্থ্যকর্মীর তিনজনই টিকা পাননি।’
আরও পড়ুন- অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করল ভারত
‘যতদিন পর্যন্ত আমরা পুরো বিশ্বকে টিকার আওতায় না আনতে পারছি...ততদিন পর্যন্ত মহামারির সমাপ্তি টানা সম্ভব হবে বলে আমার মনে হয় না।’
আইনিউজ/এসডিপি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’