আন্তর্জাতিক ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন
আর্চবিশপ ডেসমন্ড টুটু
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, শান্তিতে নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা তার মৃত্যুর সংবাদ জানিয়ে বলেন, ‘আজ দক্ষিণ আফ্রিকার আরেকটি অধ্যায়ের অবসান ঘটল। দেশের একটি অসাধারণ প্রজন্মের আরও একজন সূর্যসন্তানকে আমরা হারালাম।’
শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে ডেসমন্ড টুটুর কণ্ঠস্বর সব সময়ই সোচ্চার ছিল। আর্চবিশপ টুটু দক্ষিণ আফ্রিকার নৈতিক কম্পাস হিসেবে পরিচিত। ১৯৭০-র দশকে তরুণ যাজক হিসেবে বর্ণবাদী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত সমালোচনামুখর।
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের মহাকাশে যাত্রা
পরে ১৯৮৬ সালে তিনি কেপটাউনে এসে আর্চবিশপ হন। এর প্রায় এক দশক পর তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কমিশনের কাজ ছিলো বর্ণবাদী যুগের অপরাধ তদন্ত করা।
তিনি নিজেকে একজন অসাম্প্রদায়িক, সর্বজনীন মানবাধিকারের চ্যাম্পিয়ন হিসেবে আলাদাভাবে প্রতিষ্ঠা করেছেন।
আরও পড়ুন- ৩০ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলল মিয়ানমার সেনাবাহিনী
গত কয়েক বছর ধরেই তার শারীরিক অবস্থা ভালো ছিল না। দক্ষিণ আফ্রিকার নৈতিক বিবেক হিসেবে পরিচিত ছিলেন তিনি। কয়েক দশকের বর্ণবাদী রাজনীতির অবসান ঘটাতে সক্ষম হন তিনি। ১৯৮৪ সালে তিনি বর্ণবাদের বিরুদ্ধে অহিংস বিরোধিতার জন্য নোবেল শান্তি পুরস্কার জেতেন।
নেলসন ম্যান্ডেলার দীর্ঘ দিনের বন্ধু ছিলেন টুটু। দক্ষিণ আফ্রিকার সোয়েতো পৌরসভার একই সড়কে বাস করতেন তারা। ভিলাকাজি নামের ওই সড়কটি দক্ষিণ আফ্রিকার এমন একটি সড়ক যেখানে দুজন নোবেল জয়ী বাস করতেন।
আইনিউজ/এসডিপি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’