নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
আপডেট: ১৯:২৬, ২৭ জানুয়ারি ২০২২
যুক্তরাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা
যুক্তরাষ্ট্রের মানচিত্রে সর্বোচ্চ নিখোঁজ হওয়ার পরিসংখ্যান
যুক্তরাষ্ট্রে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে দ্য জার্নালিস্ট'স রিসোর্স। আমেরিকাভিত্তিক এই জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একজন কৃষ্ণাঙ্গ নাগরিকের পুলিশের গুলিতে মারা যাওয়ার আশঙ্কা এক হাজার ভাগের এক ভাগ।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা নিয়ে তৎপর হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সবার উপরে। কিন্তু নিজ দেশে মার্কিনিরা কতটুকু নিরাপদ, কতটুকুই বা নিরাপদ অভিবাসীরা! দিন দিন যেন অভ্যন্তরীণ অপরাধের তালিকা বাড়ছে, তার সাথে বাড়ছে পুলিশ হেফাজতে বিচারবহির্ভূত হত্যা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্থাগুলো।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে চলমান পুলিশি নির্যাতনের বিষয়টি সামনে আসে ২০২০ সালের ২৫ মে। জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবককে আটক করার সময় হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরে তাকে হত্যা করে পুলিশ। অনলাইনে জর্জ ফ্লয়েড হত্যার ভিডিও ভাইরাল হলে পুলিশি নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ নামের আন্দোলন ছড়িয়ে পড়ে।
স্ট্যাটিসটিকায় প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, শুধু গত বছরেই পুলিশের গুলিতে দেশটিতে ৮১৯ জন প্রাণ হারিয়েছেন। দেশটিতে গত ৯ বছরে শুধু পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৯ হাজার ৫৮৬ জন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) তথ্য বলছে, ২০২০ সালেই দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাছে ৫ লাখ ৪৩ হাজার ১৮ জন নিখোঁজ হওয়ার অভিযোগ এসেছে।
অবশ্য এফবিআইয়ের ডেটা অনুযায়ী, এর মাঝে ৫ লাখ ৪০ হাজার ৮৭২টি অভিযোগের সুরাহা হয়েছে। তবে অমীমাংসিত থেকে গেছে ২ হাজার ১৪৬টি অভিযোগ।
১৯৯০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩০ বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, এর মধ্যে ২০২০ সালে সর্বনিম্ন ৫ লাখ নিখোঁজের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। এর মাঝে ১৯৯৭ সালে সর্বোচ্চ ৯ লাখ ৮০ হাজার নিখোঁজের অভিযোগ জমা পড়ে কর্তৃপক্ষের কাছে।
২০০৮ সালে বড়দিনের কিছু দিন আগে পৌলা হিলের মেয়ে শিমেকা কোসি নিখোঁজ হন। হারিয়ে যাওয়া শিমেকাকে এখনও খুঁজে ফিরছেন তার মা।
দ্য সেন্টার ফর জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বলপ্রয়োগ ও নির্যাতনের মতো বিষয়ে খুব অল্প ক্ষেত্রেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইনে তদন্তের বাধ্যবাধকতা থাকলেও সেই অর্থে পুলিশি নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণ প্রাপ্তির ঘটনা ঘটেনি। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত পুলিশি হত্যাকাণ্ডের ৯৮.৩ শতাংশের ক্ষেত্রে কোনো জবাবদিহি করতে হয়নি।
গত বছর ১১ এপ্রিল জর্জ ফ্লয়েডের হত্যার বিচার চলাকালীন বিচারস্থলের কাছে পুলিশের গুলিতে মারা যান ২০ বছর বয়সী আরেক কৃষ্ণাঙ্গ তরুণ ডন্ট রাইট। পুলিশের দাবি, ডন্ট গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছিলেন।
৬ আগস্ট নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার শহরে পুলিশের গুলিতে মারা যান ২৪ বছর বয়সী সিমরান গর্ডন নামের এক কৃষ্ণাঙ্গ। গর্ডনের স্বজনের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেছে।
যুক্তরাষ্ট্রে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগজন্ক তথ্য দিয়েছে দ্য জার্নালিস্ট'স রিসোর্স। আমেরিকাভিত্তিক এই জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একজন কৃষ্ণাঙ্গ নাগরিকের পুলিশের গুলিতে মারা যাওয়ার আশঙ্কা এক হাজার ভাগের এক ভাগ।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, শ্বেতাঙ্গদের তুলনায় দেশটিতে গুলিতে মারা যান আড়াইগুণ বেশি কৃষ্ণাঙ্গ।
এত ঘটনা ও অভিযোগ, এমনকি পরিসংখ্যানের পরেও নিজ দেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে যুক্তরাষ্ট্রের ভূমিকা হতাশাজনক বলে মনে করছে দেশটির বিভিন্ন সংগঠন।
সুত্র : নিউজবাংলা টোয়েন্টিফোর
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা
উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদেরে মশাল মিছিল
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’