আন্তর্জাতিক ডেস্ক
ভারতে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রাণহানি ৫ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার এই দেশটি প্রাণহানির এই মাইলফলকে পৌঁছাল। সর্বশেষ ২৪ ঘণ্টায়ও দেশটিতে মৃত্যু রয়েছে হাজারের ওপরেই। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ লাখ ৪৯ হাজার ৩৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা বৃহস্পতিবারের তুলনায় ১৩ শতাংশ কম। এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৭১২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭২ জন। এতে করে করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫ লাখ ৫৫ জনে। এর আগে গত বছরের জুলাই মাসের শুরুতে দেশটিতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়িয়েছিল।
আরও পড়ুন- ১৫০ বছরের সাজা হতে পারে সু চির
অবশ্য ভারতের আগে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল করোনায় প্রাণহানি পাঁচ লাখের কোটা ছাড়ায়। এছাড়া রাশিয়া ও মেক্সিকোতে প্রাণহানি তিন লাখের বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে দৈনিক সংক্রমণের হার নেমে এসেছে ১০ শতাংশের নিচে। শুক্রবার দেশটিতে করোনা সংক্রমণের হার ৯ দশমিক ২ শতাংশ।
ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আগের মতোই নিম্নমুখী রয়েছে। এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশটির সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগী ১৪ লাখ ৩৫ হাজার ৫৬৯ জন। যা আগের দিনের থেকে প্রায় ৯৮ হাজার কম।
আরও পড়ুন- মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়াল সামরিক বাহিনী
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশটিতে ৪ কোটি ১৭ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।
ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১৬৮ কোটি ৫৮ লাখের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এছাড়া দেশের ৯৫ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত একটি করে করোনা টিকা পেয়েছেন বলেও জানিয়েছে দেশটির সরকার।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’