Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২২

লাখের বেশি সেনা মোতায়েন, ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া

ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনা উপস্থিতি।

ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনা উপস্থিতি।

ইউক্রেন-রাশিয়া ইস্যু ক্রমাগত ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত জানাচ্ছে। ইউক্রেনের সীমান্তে রাশিয়া লাখের বেশি সেনা মোতায়েন করেছে। এর মাধ্যমে ইউক্রেনকে তিনদিক থেকে ঘিরে ফেলেছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব আশঙ্কা জানাচ্ছে যেকোনও মুহুর্তে ইউক্রেনে হামলা করে বসতে পারে রাশিয়া।

কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার এর মধ্যে ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনা উপস্থিতির ছবি স্যাটেলাইটে ধারণ করে প্রকাশ করেছে। স্যাটেলাইটের ছবিতে দেখা যায় ইউক্রেনের সীমান্ত ঘিরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক রাশিয়ান সেনা।

স্যাটেলাইটে ধারণকৃত ছবিতে ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনা উপস্থিতি।

ম্যাক্সার জানাচ্ছে, ১০ ফেব্রুয়ারি ক্রিমিয়ার অক্টাব্রস্কোয়ে বিমানঘাঁটিতে বিপুল সংখ্যক সেনা ও সরঞ্জাম দেখা গেছে। সেখানে ৫৫০ টির বেশি সেনা তাঁবু ও শত শত গাড়ি দেখা গেছে। এছাড়া নভোজারনয়েতে নতুন করে সেনা ও সরঞ্জাম এসেছে।

বেলারুশের জ্যাব্রোভকা বিমানঘাঁটিতে নতুন করে সেনা, মিলিটারি বহর ও হেলিকপ্টার দেখা গেছে। এটি ইউক্রেন সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে। এছাড়া রিচিস্তা শহরের কাছে বহু সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েন করা হয়েছে। এটিও ইউক্রেন সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার দূরে। 

অন্যদিকে পশ্চিম রাশিয়ার কুর্শ ট্রেনিং সেন্টারে নতুন করে সেনা ও মিলিটারি ফোর্স জড়ো হয়েছে। এটি ইউক্রেন সীমান্ত থেকে আনুমানিক ১১০ কিলোমিটার দূরে। এতে আরও সেনা আনা হচ্ছে এবং অতিরিক্ত সেনা ও সরঞ্জাম আনার প্রস্তুতি চলছে। 

জো বাইডেন এ সময় সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সৈন্যরা যদি ইউক্রেনে অভিযান চালায় তাহলে রাশিয়াকে 'দ্রুত এবং গুরুতর ক্ষতির' মুখোমুখি হতে হবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়