আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ভ্যালেন্টাইন ডে’র নাম না নিলেও ১৪ তারিখের প্রস্তুতি নিয়েছে সৌদি আরব
রক্ষণশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিত সৌদি আরব। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। এই দিবস পালন সৌদি আরবের রক্ষণশীল স্বভাবের মিল না থাকলেও, ভ্যালেন্টাইনের সাজে সাজছে সৌদির শহর-নগর। তবে এতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে যে সাজ হচ্ছে সে কথা উল্লেখ করা হচ্ছে না।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই দিবসকে ঘিরে সৌদি আরবের দোকানগুলো লাল রঙে সেজেছে। দেশটির দোকানগুলোর সামনে রাখা হয়েছে লাল রঙের পোশাক ও অন্তর্বাস।
দেশটিতে এই দিবস উপলক্ষে দোকানে বেড়েছে বিক্রি। এই দিনে তরুণ পজন্মের মধ্যে উপহার আদন প্রদানের বিষয়টি ক্রমেই সাধারণ হয়ে উঠেছে। তবে ভ্যালেন্টাইন ডে নামটি কোথাও পাওয়া যাচ্ছে না।
রিয়াদের মলের এক বিক্রয়কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চারপাশ লাল রঙে সাজানোর নির্দেশ দিয়েছে। তবে কোথাও যেন 'ভ্যালেন্টাইন ডে' শব্দটা লেখা না থাকে।
সৌদিতে ক্রমশ বিভিন্ন রীতি পরিবর্তন হচ্ছে। দেশটিতে জনসংখ্যার অর্ধেকের বেশি জনের বয়স ৩৫ বছরের নিচে। তারা এই দিবসের নাম উচ্চারণ করুক আর না করুক এই দিবসটি পালন করছেন।
খুলৌদ নামের ৩৬ বছর বয়সী এক নারী বিক্রয়কর্মী যিনি তার শেষ নাম দিতে চাননি বলেন, ‘মানুষ এতো দিন ভ্যালেন্টাইন ডে উদ্যাপন করত না। কিন্তু এখন অনেকে সৌদি দিবসটি উদ্যাপন করেন।
তিনি আরও বলেন, এই সময় কাপড়ের ব্যাপক চাহিদা থাকে এবং ক্রেতারা প্রায় লাল রঙের কাপড় চান। তিনি জানান এ সময় লাভও অনেক বেশি হয়।
আইনিউজ/এসডি
হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
চার বছর আমি আর মিশা ভাই স্বামী-স্ত্রীর মতো ছিলাম : জায়েদ খান
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু