আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ছাত্রীদের হিজাব খুলে স্কুলে ঢুকতে বাধ্য করা হচ্ছে কর্ণাটকে (ভিডিও)
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিক্ষোভ-প্রতিবাদের মুখে বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়। সোমবার কর্ণাটকের উদুপি জেলায় কিছু স্কুল ফের চালু হলেও স্কুলের মূল ফটকে মুসলিম ছাত্রীদের হিজাব খুলে ফেলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এনডিটিভি বলছে, কর্ণাটকের বিভিন্ন স্কুলে হিজাব খুলে ফেলার পর মুসলিম ছাত্রীদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাই কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী, সোমবার সকালে কর্ণাটকজুড়ে স্কুল কর্তৃপক্ষ মুসলিম ছাত্রীদের হিজাব খুলে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে আদালতের আদেশে বলা হয়েছিল, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া যেতে পারে। তবে কোনও শিক্ষার্থীই ধর্মীয় পোশাক পরিধান করতে পারবেন না।
সোমবার ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের মান্দিয়া জেলার একটি সরকারি স্কুলের প্রবেশদ্বারে ছাত্রীদের হিজাব খুলে ফেলার নির্দেশ দিচ্ছেন একজন শিক্ষক। এ সময় ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে ওই শিক্ষকের বাগ-বিতণ্ডাও হয়।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের স্কুলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন। উত্তপ্ত বাক্য-বিনিময়ের পর ছাত্রীরা তাদের হিজাব খুলে ফেলেন এবং করোনা প্রটোকল মেনে কেবলমাত্র মাস্ক পরে স্কুল চত্বরে প্রবেশ করেন।
এ সময় দুই শিক্ষার্থীর এক বাবাকে স্কুলের একজন শিক্ষকের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক-বিতর্ক করতে দেখা যায়। তবে তারা কি নিয়ে আলোচনা করছেন ভিডিওতে সেটি পরিষ্কার নয়। যদিও পরবর্তীতে সন্তানদের হিজাব খুলে স্কুলে প্রবেশ করতে বলেন ওই বাবা।
উদুপি জেলার সরকারি একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী এনডিটিভিকে বলেন, ক্লাসে যোগ দেওয়ার আগে সে ও তার এক বন্ধুর হিজাব খুলে রাখতে হয়েছে।
আরও পড়ুন- একদিন হিজাব পরিহিতা নারীই হবেন ভারতের প্রধানমন্ত্রী : ওয়াইসি
এদিকে, হিজাব খুলে ফেলতে রাজি না হওয়ায় শিবমোগার একটি স্কুলের ১৩ শিক্ষার্থীকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে ১০ জন দশম শ্রেণির, দু’জন ৯ম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির। ওই স্কুলের অধ্যক্ষ সাংবাদিকদের বলেছেন, তারা (শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা) প্রতিবাদ জানাননি (যখন তাদের হিজাব খুলতে বলা হয়)। স্কুল কর্তৃপক্ষ তাদের (১৩ শিক্ষার্থী) বোঝানোর চেষ্টা করছে। কিন্তু তারা আমাদের অনুরোধ রাখেনি। যে কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে।
হিজাব খুলতে অস্বীকৃতি জানানো শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন, ‘আমাদের বাচ্চাদের পরীক্ষায় লেখার জন্য এনেছিলাম। তারা বোরকা পরেনি, কেবলমাত্র হিজাব পরেছে। এর আগেও তারা হিজাব পরেছিল। তখন কোনও সমস্যা ছিল না... আজ শিক্ষকরা তাদের থামাচ্ছেন। আমরা সন্তানদের হিজাব খুলতে দিতে পারি না। এই কারণে আমরা তাদের বাসায় ফেরত নিয়ে যাচ্ছি।’
আরও পড়ুন- ঘোমটা, জিন্স বা হিজাব পরার সিদ্ধান্ত নারীর অধিকার : প্রিয়াঙ্কা গান্ধী
ক্লাসের সময় হিজাব পরা নিষিদ্ধ ঘিরে কর্ণাটক প্রদেশে ব্যাপক বিতর্কের মাঝে গত সপ্তাহে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। পরে কর্ণাটকের হাই কোর্ট অন্তর্বর্তীকালীন এক আদেশে ধর্মীয় পোশাক পরে শিক্ষার্থীদের স্কুলে যেতে বারণ করেন। সোমবার রাজ্যের কিছু স্কুল খুললেও আগামী বুধবার পর্যন্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ বন্ধ থাকবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়েছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে হাসপাতালে
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’