Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনে হামলা, রাশিয়ার ৫ বিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত

ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও ইউক্রেনের স্বঘোষিত স্বাধীন দুই প্রদেশকে স্বীকৃতি দিয়েছেন তিনি। এমন অবস্থায় ইউক্রেন জানাচ্ছে, রাশিয়ার ৫ টি বিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করেছে তাঁরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পর এসব বিমান এবং হেলিকপ্টার ইউক্রেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে দাবি করেছে কিয়েভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্ষেপনাস্ত্র নিয়ে হামলা করেছে রাশিয়া।

ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের এক বিবৃতিতে জানানো হয়, ‘যৌথ বাহিনী কমান্ডের মতে, বৃহস্পতবার (২৪ ফেব্রুয়ারি) যৌথ বাহিনীর অভিযানের এলাকার আক্রমণকারীদের ৫টি বিমান এবং একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।’

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করলেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, তার দেশে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে রাশিয়া। ইউক্রেনের অবকাঠামো ও সীমান্ত রক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে রাশিয়া।

অন্যদিকে, এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের কোনো শহরে হামলা করা হচ্ছে না। বিভিন্ন সামরিক অবকাঠামো, এয়ার ডিফেন্স সিস্টেম ও ইউক্রেনীয় বিমান বাহিনীর অত্যাধুনিক অস্ত্রাগারে হামলা করা হচ্ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এসবের মধ্যেই রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেছে ইউক্রেনবাসী। এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিয়েভের মানুষ ব্যাগ ও সুটকেস নিয়ে মেট্রো স্টেশনগুলোতে ভীড় করেছে। রাস্তাঘাট ফাকা ও এটিএম বুথগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।

আইনিউজ/এসডি

আইনিউজে দেখুন আরও ভিডিও খবর

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়