নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের সাহায্য করবে পোল্যান্ড দূতাবাস
ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা পোল্যান্ড যেতে ইচ্ছুক তাদের সেখানে আশ্রয় দিতে কাজ করছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে যাদের পাসপোর্ট নেই তাদেরও ভিসার ব্যবস্থা করে দেবে দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে অবস্থানরত যেসব বাংলাদেশি পোল্যান্ড যেতে চান, তাদের সেখানে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য আমাদের দূতাবাস কাজ করছে। দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড সরকারের সঙ্গে আমাদের রাষ্ট্রদূত আলাপ করেছেন, যেন বাংলাদেশিদের সেখানে আশ্রয় দেওয়া হয়। যাদের পাসপোর্ট নেই, তারাও যেন সেখানে যেতে পারেন তার ব্যবস্থা চলছে।
মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, দূতাবাস চেষ্টা করছে যারা পোল্যান্ড যেতে চান সেখানে নিয়ে যেতে। আর যারা প্রত্যাবর্তন করতে রাজি নন তাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ ও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার চেষ্টা করছে। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেন তাদের পোল্যান্ড প্রত্যাবর্তনে অর্থের জোগান দেওয়া যায়।
আরও পড়ুন- রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেবো : ইউরোপীয় ইউনিয়ন
জানা যায়, ইউক্রেনে প্রায় ২ হাজারের মতো বাংলাদেশি নাগরিক অবস্থান করছে। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আবার অনেকে বহু বছর থেকে দেশটিতে পরিবার নিয়ে বসবাস করছে। এদের মধ্যে অনেকেই দেশে ফেরা নিয়ে দোটানায় রয়েছেন। তবে দূতাবাস তাদের মধ্যে প্রায় ৫০০ বাংলাদেশির সঙ্গে ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেছে। বাকিদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে।
গত ১৫ ফেব্রুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
আরও পড়ুন- জরুরি অবস্থার ঘোষণা দিল ইউক্রেন
ওই দিন পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার পরামর্শ দিয়েছিল। একইসঙ্গে দূতাবাস কোনো বাংলাদেশি নাগরিককে জরুরি প্রয়োজন না থাকলে ইউক্রেন ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছিল।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’