Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে অন্তত ৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাজধানী কিয়েভ। এছাড়া ইউক্রেনের বেসামরিক লোক নিহত হয়েছে অন্তত ১০ জন। 

প্রেসিডেন্ট জেলেনেস্কির উপদেষ্টা ওলেক্সি আরস্টোভিচ বার্তা সংস্থা এএফপিকে জানান, তিনি ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছেন।

দেশটির সামরিক বাহিনী জানায়, নিহতরা সবাই ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলে যুদ্ধরত ছিল।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। তবে, নিজস্ব সূত্র থেকে রুশ নাগরিকদের নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি এএফপি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাস অঞ্চলে বৃহস্পতিবার সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে, রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ধ্বংসেরও দাবি করেছে ইউক্রেন। ওই অঞ্চলের নাগরিকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা হেলিকপ্টার বিধ্বস্তের বিকট শব্দ শুনতে পেয়েছেন।

এদিকে রুশ অভিযানকে কেন্দ্র করে ইউক্রেনে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট জেলেনেস্কি। তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে রুশ আগ্রাসন ঠেকাতে আলোচনা করছেন। পশ্চিমা মিত্ররা রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে জরুরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের যারা রুশ হামলা ঠেকাতে সশস্ত্র সংগ্রামে জড়িত হতে ইচ্ছুক, তাদেরকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর অফিসে যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনেস্কি। তাদের সবাইকে সামরিক অস্ত্র সরবরাহের কথাও জানান তিনি।

এ ছাড়া, তুরস্কে নিযুক্ত ইউক্রেনের প্রতিনিধি ন্যাটোভুক্ত দেশগুলোকে নিজেদের আকাশপথ বন্ধ ও কৃষ্ণ সাগরের প্রবেশপথ বন্ধের আহ্বান জানিয়েছেন। যেন রাশিয়ার যুদ্ধজাহাজ কৃষ্ণসাগরে প্রবেশ করতে না পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল (শুক্রবার) বিশ্বের উন্নত দেশ জি-৭ এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। তবে, তিনি কোনো অবস্থাতেই ইউক্রেনে কোনো মার্কিন সেনা যাবে না বলেও জানিয়েছেন।

যুক্তরাজ্য ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য রাশিয়াকে কঠোর পরিণতি ভোগেরও হুমকি দিয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়