আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন পুতিন
ইউক্রেনের আক্রমণের বিষয়ে সারা বিশ্বে নিন্দা উঠলেও এগুলো কানেই নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কড়াভাবে পুতিনের কথা যুদ্ধময়দানে প্রমাণ করছে রাশিয়ার ফাইটার প্লেন ও হেলিকপ্টারগুলো। তবে এর নিন্দা জানিয়েছেন বিশ্বের সব শীর্ষ নেতারা। এবার মহাশক্তিশালী রাশিয়া দিলো অন্যরকম এক হুমকি, যদি পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সহায়তা করে তবে যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
বৃহস্পতিবার সকালে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভাষণে ইউক্রেন সরকারকে সামরিক সহায়তা দেওয়া হলে কী পরিণতি হতে পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ইউরোপীয় সদস্যরাষ্ট্রগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
ভাষণে পুতিন বলেন, ‘যদি সামরিক সক্ষমতার প্রসঙ্গে আসি...এটি সত্য যে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আমাদের সামরিক শক্তি কিছুটা হ্রাস পেয়েছে, কিন্তু এখনও রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমানবিক শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম’।
‘পরমাণু অস্ত্র ছাড়াও, রাশিয়ার অত্যাধুনিক মারণাস্ত্রের মজুতও যথেষ্ট সমৃদ্ধ। সুতরাং কোনো সম্ভাব্য আগ্রাসী শক্তি যদি আমাদের দেশে সরাসরি আঘাত হানার সাহস দেখায়, সেক্ষেত্রে অবশ্যই পরাজয় ও তার পরবর্তী অশুভ পরিণতির জন্য তার প্রস্তুতি নিয়ে রাখা উচিত’।
উল্লেখ্য, পারমাণবিক শক্তির দিক দিয়ে সবচেয়ে ক্ষমতাধর দেশ রাশিয়া। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মতো অন্যান্য শক্তিশালী দেশগুলো রাশিয়াকে `পাত্তা` দিয়ে রাখে এই কারণেই।
এখন পর্যন্ত বিশ্বে দুইটি পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা জাপানে ভূপাতিত করে তাঁদের পারমাণবিক বোমা লিটল বয় এবং ফ্যাটম্যান। সেই দুই পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা এখনও রয়ে গেছে ওই অঞ্চলে, এখনও প্রজন্মান্তরে ওই এলাকার মানুষরা বিকলাঙ্গ বা মস্তিষ্কবিকৃতি নিয়ে জন্ম নিচ্ছে।
তবে রাশিয়া যেসব পারমাণবিক শক্তির অধিকারী, সেসবের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত লিটল বয় বা ফ্যাটম্যান কোনও বিষয়ই না। রাশিয়া পারমাণবিক অস্ত্র হিসেবে নিজেদের কাছে রেখেছে হাইড্রোজেন বোমা। যা জাপানে ব্যবহৃত বোমার চেয়ে কয়েকশগুন বেশি ধ্বংসের জন্ম দিতে পারে।
রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বানিয়ে রেখেছে নিজেদের, তবে ইউক্রেনের নিজস্ব একটিও পারমাণবিক অস্ত্র নেই।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’