Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ

এবার রাশিয়ান দখল থেকে খারকিভ কেড়ে নিলো ইউক্রেন

ইউক্রেনের মতো একটি উন্নত দেশের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম শহর খারকিভ, যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে, রাশিয়ান সেনারা ইউক্রেনের এই গুরুত্বপূর্ণ শহরটির দখল নিয়ে নেয় নিজেদের জেট বিমান, ফাইটার হেলিকপ্টার ও বিশাল সেনাবাহিনী নিয়ে। এবার এই দখলদার রাশিয়ান সেনাদের কাছ থেকে নিজেদের এই শহরটি পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইউক্রেন।

স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ এ তথ্য জানান।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, খারকিভের পুরো নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী ও পুলিশ শহরটি শত্রুমুক্ত করতে কাজ করছে।

রুশ সেনারা রাতারাতি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইউক্রেনীয় ও রুশ সেনাদের মধ্যে ব্যাপক লড়াই হচ্ছে।

দেশটির বেসামরিক নাগরিকরা বিবিসিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, খারকিভ ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং রাস্তায় সংঘাত কমছে।

এর আগে, খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান বলেছিলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে প্রবেশ করেছে রুশ সেনারা। তার বক্তব্যের আগে, ফুটেজে দেখা গেছে কিছু রাশিয়ান সামরিক যান উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়