Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১ মার্চ ২০২২

খারকিভে রাশিয়ার বোমাবর্ষণ যুদ্ধাপরাধ : জেলেনস্কি

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় বেশ কয়েক জন বেসামরিকের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, তিন শিশুসহ ৯জন বেসামরিক নিহত হয়েছেন সোমবার। তাদের অভিযোগ, রাশিয়া আবাসিক ভবনকে নিশানা করে ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছে।

খারকিভে রাশিয়ার সর্বশেষ হামলার আগে জেলেনস্কি জানান, ইচ্ছাকৃতভাবে বেসামরিককে নিশানা করার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রয়েছে। বলেন, রুশ সেনারা নির্মমভাবে বিমানের কামান থেকে গুলিবর্ষণ করেছে।

আরও পড়ুন- রাশিয়ার হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত

সোমবার শেষ রাতে ইউক্রেনীয়দের উদ্দেশে এক ভাষণে তিনি আরও বলেন, এটি স্পষ্টভাবে একটি যুদ্ধাপরাধ। শান্তিপূর্ণ শহর। শান্তিপূর্ণ আবাসিক এলাকা। কোনও সামরিক স্থাপনা নেই কয়েক জন প্রত্যক্ষদর্শী মানুষের বক্তব্য প্রমাণ করে এখানে ভুলের কোনও সুযোগ ছিল না। এটি ইচ্ছাকৃতভাবে মানুষকে ধ্বংস করা। রুশরা জানতো তারা কাদের গুলি করছে।

আরও পড়ুন- এবার কেড়ে নেওয়া হলো পুতিনের ‘ব্ল্যাক বেল্ট’ 

ইউক্রেনে চলতে থাকা রুশ আগ্রাসন ঘিরে যুদ্ধাপরাধের তদন্ত শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। প্রসিকিউটর করিম এ এ খান সোমবার বলেন, এই তদন্তে ইউক্রেনের যেকোনও এলাকায় যুদ্ধরত যেকোনও পক্ষের সংগঠিত অপরাধ খতিয়ে দেখা হবে। তিনি জানান, তার কার্যালয় যত দ্রুত সম্ভব এই তদন্ত শুরু করবে।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়