Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ২২:৪৯, ২ মার্চ ২০২২
আপডেট: ২৩:২১, ২ মার্চ ২০২২

কিয়েভের আকাশের অতন্দ্র প্রহরী

ইউক্রেনের বিস্ময় ‘গোস্ট অব কিয়েভ’

শিল্পীর তুলিতে ‘গোস্ট অব কিয়েভ’

শিল্পীর তুলিতে ‘গোস্ট অব কিয়েভ’

পুতিনের ইউক্রেনে সামরিক অভিযানের মাধ্যমে তা দখল করার অভিব্যক্তি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া ও ইউক্রেনের সামরিক শক্তির তুলনা এবং ইউক্রেনের মিত্রশক্তিদের সহায়তার বিষয়গুলো। এরই মাঝে ভ্যাকুয়াম বোম্বিংসহ আকাশপথে শত শত আধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে তান্ডব চালাতে শুরু করে রাশিয়ান বাহিনী। কিন্তু ইউক্রেনও তাদের আকাশে আর কারো আধিপত্য মেনে না নিয়ে পালটা জবাব দিলো যা বিশ্বকে অবাক করে দিল।

‘গোস্ট অব কিয়েভ’ (The Ghost of Kyiv) বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত একটি যুদ্ধবিমানের ছদ্মনাম। মূলত এটি একটি মিগ-২৯  যা ২৪ ফেব্রুয়ারি ৬ টি রাশিয়ান যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে এবং এখনও ইউক্রেনের কিয়েভকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

সোভিয়েত ইউনিয়নের মিগ-২৯ বিমান

প্রত্যক্ষদর্শীদের মতে গত ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অজানা সংখ্যক রাশিয়ান যুদ্ধবিমান একযোগে কিয়েভে হামলা চালায়। এতে ধ্বংস হয় শতাধিক স্থাপনা এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। তার পরই হঠাৎ বায়ু ভেদ করে আকস্মিক হামলা চালিয়ে প্রথম ৩০ ঘন্টার মাথায় প্রায় ৬ টি রুশ জেট ভূপাতিত করে "ফ্লাইং এইস" উপাধি নিয়ে নেয়। তাছাড়া ২৭ ফেব্রুয়ারি (রবিবার) একে একে ১০ টি রাশিয়ান ফাইটার জেটকে ভূপাতিত করে মূহূর্তের ভেতরই বাতাসে মিলিয়ে যায় এই মিগ-২৯ যুদ্ধবিমানটি। কিয়েভের এই অজানা কিংবদন্তী বিমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে "গোস্ট অব কিয়েভ" বা কিয়েভের ভূত হিসেবে উপাধি দেওয়া হয়। ইউক্রেনিয়ানরা একে অনুপ্রেরণার উৎস হিসেবে মনে করছেন। তাদের দাবী, প্রায়ই আকাশে "গোস্ট অব কিয়েভ" এর উপস্থিতি টের পাওয়া যায়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করে না করলেও এই বিমানকে তারা "the air avenger" হিসেবে আখ্যায়িত করেছেন।

উল্লেখ্য, মিগ-২৯ বিমানটি সোভিয়েত ইউনিয়নের সময়কার এবং সত্তরের দশকে এটি ছিল পুরো বিশ্বের জন্য একটি ত্রাসের নাম।

আইনিউজ/এমজিএম

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়