আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার ১১ হাজার সেনা নিহত বলে জানালো ইউক্রেন
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর টানা ১১ দিনের মতো চলছে দেশ দুইটির তুমুল লড়াই। দুই পক্ষই বিভিন্ন সময় সংঘাতে ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছে। তবে এসব দাবি নিরপেক্ষভাবে যাচাই করা হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে।
এরি মধ্যে আজ রবিবার (৬ মার্চ) ইউক্রেন দাবি করেছে, এখন পর্যন্ত সংঘাতে রাশিয়ার ১১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেন। এর আগের দিন ইউক্রেন দাবি করে, রাশিয়ার ১০ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।
তবে নিজেদের কতো সেনা নিহত বা হতাহত হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি ইউক্রেন। তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতে ইউক্রেনের তিন শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে আজ রবিবার (৬ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনের মতো দুই দেশের মধ্যে চলছে লড়াই। এরি মধ্যে যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে। বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্কাই নিউজে দেওয়া একটি সাক্ষাৎকারে রাব বলেছেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন যাতে ব্যর্থ হন, সেজন্য বন্ধু দেশগুলোর কৌশলগত মনোভাব দেখানো উচিত।
এদিকে, ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে ফের রাশিয়ার বহু শহরে বিক্ষোভ দেখা দিয়েছে। ওভিডি-ইনফো নামের একটি মনিটরিং গ্রুপ জানিয়েছে, রাশিয়ার ২১টি শহরে ৬০০ এর বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার বন্দী বিরোধী নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
- আরও পড়ুন- ইউক্রেন ছেড়েছেন ৪২৮ বাংলাদেশি
- আরও পড়ুন- কৃষ্ণসাগরের বন্দরে রকেট হামলায় বাংলাদেশি নাবিক নিহত
মনিটরিং গ্রুপটি স্থানীয় গণমাধ্যমের খবরের ভিত্তিতে বলছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’