আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে যুদ্ধ করতে সিরিয়ার সেনাদের ভাড়ায় নিয়োগ দিচ্ছে রাশিয়া!
সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয় সারা বিশ্বে হট টপিক। ইউক্রেনের শহর-রাজধানীতে রাশিয়ার যুদ্ধবিমান, ট্যাংক ধ্বংসলীলা চালাচ্ছে। এতে সামরিক ছাড়াও বেসামরিক সাধারণ মানুষেরও মৃত্যু ঘটছে। এমন অবস্থায় ইউক্রেনে হামলা জোরদার করতে সিরিয়ার সেনাদের ভাড়ায় নিয়োগ দিচ্ছে রাশিয়া - এমন খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে কতজন সিরিয়ার সেনাকে নিয়োগ দেওয়া হয়েছে তা জানাতে রাজি হয়নি গোয়েন্দারা। তবে তারা বলেছেন, এর মধ্যেই অনেকে রাশিয়ায় চলে গেছেন এবং অনেকে ইউক্রেনে যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
২০১৫ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সরাসরি গৃহযুদ্ধে অংশগ্রহণ করে রাশিয়া। দেশটির বিভিন্ন শহরে গত এক দশকের বেশি সময় গৃহযুদ্ধ চলছে।
রাশিয়ার কর্মকর্তারা মনে করেন, সিরিয়ার বহু বছরের গৃহযুদ্ধে অভিজ্ঞ এই যোদ্ধারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় বড় শহরগুলো দখল করতে তাদের সহায়তা করবে।
সিরিয়ার ডেইর ইযর সংবাদপত্রের তথ্য অনুযায়ী, সিরিয়া থেকে যারা ইউক্রেনে যুদ্ধ করতে যেতে চান, এরকম স্বেচ্ছাসেবীদের ২০০ থেকে ৩০০ ডলার করে দেয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। একেকবারে তাদের অন্তত ছয় মাস সেখানে লড়াই করতে হবে।
অন্যদিকে প্রায় ২০ হাজারের বেশি বিদেশি নাগরিক স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে কিয়েভে পৌঁছেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তারা দ্রুত ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করবেন।
রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর খেরভ এখনও ইউক্রেনের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়া বন্দর শহর খেরসন দখলের পর অন্যান্য শহর দখলে অগ্রসর হচ্ছে।
গত ১২ দিনের রুশ হামলায় ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। দ্রুত যুদ্ধ বন্ধ না হলে শরণার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’