আন্তর্জাতিক ডেস্ক
দুই সপ্তাহে ৫-৬ হাজার রাশিয়ান সেনা নিহত : যুক্তরাষ্ট্র
ইউক্রেন-রাশিয়া লড়াইয়ে এরই মধ্যে দুই সপ্তাহ অতিক্রম হয়ে গেছে। এখনো যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। অসংখ্য রাশিয়ান সেনাও মারা যাচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, গত দুই সপ্তাহে রুশ সেনা নিহতের সংখ্যা ৫-৬ হাজার হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেন যুদ্ধে গত দুই সপ্তাহে ৫-৬ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫-১৮ হাজার সেনা। ধারণা করা হচ্ছে, আহতের সংখ্যা নিহত থেকেও তিনগুণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই ঘটনাকে খুব উল্লেখযোগ্য হতাহতের সংখ্যা বলে বর্ণনা দিয়েছেন। একই সঙ্গে এই মৃত্যুর হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন তিনি।
যদিও ইউক্রেনের দাবি, যুদ্ধে এখন পর্যন্ত ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছে। গত সপ্তাহে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে তাদের ৫০০ এর কম সেনা নিহত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১৫ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এই সংঘাতে দুই পক্ষেরই বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
এ নিয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেন, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইউক্রেনে ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। তিনি আরও বলেছেন, ইউক্রেনের ১০ লাখের বেশি শিশু পালাতে বাধ্য হয়েছে।
এক বিবৃতিতে রাসেল বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা- যার মধ্যে রয়েছে হাসপাতাল, পানি, নিষ্কাশন ব্যবস্থা ও স্কুল, এসবের বিরুদ্ধে হামলা বিবেকহীন। তিনি এসবের ওপর হামলা শিগগিরই বন্ধ করার আহ্বান জানান।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে এসে গেছে রাশিয়ার বিশাল সামরিক বহর। তবে গত কয়েক দিন ধরে বহরটি নির্দিষ্ট একটি স্হানে থেমে আছে। তবে কী কারণে থেমে আছে তা নির্দিষ্ট করে জানা না গেলেও মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দাদের ধারণা, জ্বালানি সংকটের কারণে বহরটি থেমে থাকতে পারে। যদিও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৪০ মাইলব্যাপী এই সামরিক বহরটি থেমে থাকা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ন্যাটোতে যোগদানের ইচ্ছা তার আর নেই। এসব ঘটনার মধ্যেই আজ তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা। অন্যদিকে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুতিন অবশ্যই ব্যর্থ হবেন এবং রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটবে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’