আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:০৪, ১২ মার্চ ২০২২
মসজিদে গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী : ইউক্রেন
আজ শনিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনের মতো চলছে ইউক্রেন-রাশিয়ার সংঘাত। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এরি মধ্যে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিউপোলে এক মসজিদের ওপর গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।
দেশটির দাবি, ওই মসজিদে ৮০ জন বেসামরিক লোক আশ্রয় নিয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় লিখেছে, 'রুশ হানাদাররা মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু সেখানে লুকিয়ে আছে।'
তুরস্কে ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, মসজিদে আশ্রয় নেওয়াদের মধ্যে ৩৪ শিশুসহ ৮৬ তুর্কি নাগরিকের একটি দল রয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় লিখেছে, 'রুশ হানাদাররা মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু সেখানে লুকিয়ে আছে।'
তুরস্কে ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, মসজিদে আশ্রয় নেওয়াদের মধ্যে ৩৪ শিশুসহ ৮৬ তুর্কি নাগরিকের একটি দল রয়েছে।
দূতাবাসের একজন মুখপাত্র মেয়রের তথ্যের বরাত দিয়ে বলেছেন, তারা আজভ সাগরে ঘেরা বন্দরে রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা পেতে অন্যান্যদের সঙ্গে মসজিদে আশ্রয় নেন।
তিনি বলেন, 'মারিউপোলে সত্যিই বড় ধরনের যোগাযোগ সমস্যা রয়েছে এবং তাদের কাছে পৌঁছানোর কোনো সুযোগ নেই।'
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’