আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন-রাশিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ঘটনায় দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জরুরি বৈঠকের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে সদস্যদেশগুলো।
বার্তা সংস্থা এএফপি জানায়, পশ্চিমা ছয়টি দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড এ অনুরোধ জানিয়েছে।
প্রথমে স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ইস্যুতে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট পিছিয়ে দিতে আহ্বান জানায়। পরে সেটি পিছিয়ে আজ বিকেলে করা হয়। ধারণা করা হচ্ছে, কাল শুক্রবার সকালে ভোটাভুটি হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কথা বলার অনুমতি দেওয়া নিয়ে আলোচনা চলছে।
ইউক্রেনে দ্রুত রুশ হামলা বন্ধের আহ্বান জানিয়ে ফ্রান্স ও মেক্সিকো একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সেটি উপস্থাপন করা হতে পারে। তবে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি রাশিয়া এতে ভেটো দিতে পারে। চলতি মাস পর্যন্ত নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করবে রাশিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। পরদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের মধ্যে ১১ দেশ হামলার নিন্দা জানিয়ে ভোট দেয়। তবে রাশিয়া এতে ভেটো দেয়। ফলে সে প্রস্তাব বাতিল হয়ে যায়।
- আরও পড়ুন- ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
গত ২ মার্চ সাধারণ পরিষদ রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব অনুমোদন করেছে। ওই প্রস্তাবের পক্ষে ১৪১টি ভোট পড়েছে। আর বিপক্ষে পড়েছে পাঁচ ভোট। ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৫ দেশ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’