আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পর ইউক্রেনকে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। বুধবার (১৬ মার্চ) মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চুয়াল ভাষণে আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চাওয়ার পর হোয়াইট হাউজ থেকে বাইডেন এ ঘোষণা দেন।
মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ভয়াবহ বিমান হামলার জবাব দেওয়া এবং নো-ফ্লাই জোন আরোপ করার অনুরোধ জানাচ্ছে ইউক্রেন। আমেরিকা এ পর্যন্ত ইউক্রেনকে যে সহায়তা করেছে সেজন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, ‘আমাদের আরও সহায়তা দরকার।’
জেলেনস্কির ভাষণের পর পরই ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে পুতিন যাতে কখনোই বিজয়ী হতে না পারেন তা নিশ্চিত করতেই দেশটিতে এ অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা।
আমেরিকায় ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে- ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র জ্যাভলিন দুই হাজার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিংগার ৮০০টি, দুই কোটি রাউন্ড গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ৯ হাজার। এ ছাড়া ড্রোন, রাইফেল, পিস্তল, মেশিনগান, শটগান, রকেট ও গ্রেনেড লাঞ্চারও রয়েছে।
এদিকে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ঘটনায় দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জরুরি বৈঠকের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে সদস্যদেশগুলো। বার্তা সংস্থা এএফপি জানায়, পশ্চিমা ছয়টি দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড এ অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত...
আইনিউজ/এসডি
হাসতে হাসতে চেয়ার থেকে পরে গেলাম- বিএনপির নাসের রহমান
রাসুল (সা.) এর মিরাজ জাগ্রত অবস্থায় হয়েছে না স্বপ্নে
যে কষ্টে ডুকরে কেঁদে উঠলেন আশ্রয়ণের বৃদ্ধ
করোনায় ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন বাবা
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’