ইন্টারন্যাশনাল ডেস্ক
রাশিয়ার সাথে সম্পর্ক `উচ্চতর স্তরে` নিয়ে যেতে প্রস্তুত চীন
ইউক্রেনে সেনা অভিযানের পর এই প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করছেন। পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আফগান পরিস্থিতি নিয়ে এক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে গেলেও মি লাভরভের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বৈঠক হয়েছে।
বিবিসির প্রতিবেদনে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর দেওয়া খবর অনুযায়ী মি লাভরভ চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন পরিস্থিতি ব্যাখ্যা করেছেন।
সে সময় দুই মন্ত্রী চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন রাশিয়ার সাথে সম্পর্ককে "নতুন যুগে" এবং "নতুন উচ্চতায়" নিয়ে যেতে বেইজিং প্রস্তুত। মি ওয়াং বলেন, চীন ও রাশিয়া একসাথে নতুন আন্তর্জাতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবেলা করছে।
অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন দুই দেশই "আধিপত্যবাদ এবং শক্তি প্রয়োগের রাজনীতির" বিরোধী এবং "জাতিসংঘের মূলনীতি" ধারণ করে।
মি লাভরভ বলেন, রাশিয়া ইউক্রেনে উত্তেজনা কমাতে "প্রতিশ্রুতি-বদ্ধ" এবং মস্কো শান্তি আলোচনা অব্যাহত রাখবে এবং সেই সাথে "আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ" রাখবে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন চীন "সবসময় ইতিহাসের সঠিক দিকে অবস্থান নিয়েছে।" ইউক্রেন সংকট সম্পর্কে তিনি বলেন এটির একটি "জটিল ইতিহাস" রয়েছে। তিনি বলেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের যে বিরোধ চলছে, ইউক্রেন পরিস্থিতি তারই পরিণতি।
মি ওয়াং বলেন, রাশিয়া সহ অন্যরা ইউক্রেনে "বড় ধরণের মানবিক বিপর্যয় এড়াতে" যে চেষ্টা করছে তাকে চীন সমর্থন করে।
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
ইউক্রেনে সেনা অভিযানের জন্য রাশিয়াকে নিন্দা করতে চীন অস্বীকার করে চলেছে।
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’