আন্তর্জাতিক ডেস্ক
ভোটে অংশ নেয়নি বাংলাদেশ-ভারত-পাকিস্তান
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বিদায়
ইউক্রেনের বুচায় গণকবর পাওয়ার পরে গোটা বিশ্বেই আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই ঘটনাকে সামনে রেখে জাতিসংঘেও রাশিয়ার বিরুদ্ধে বিতর্ক শুরু হয়েছিল। তারই জেরে ইউক্রেন জাতিসংঘে ভোটাভুটির প্রস্তাব দেয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার থাকা উচিত কি না, বৃহস্পতিবার তা নিয়ে ভোট হয়। সেখানে ৯৩-২৪ ভোটে রাশিয়া হেরে যায়। এবং মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ হারায়।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ৪৭টি দেশের প্রতিনিধি আছে। ইউক্রেন এবং রাশিয়া দুই দেশই তার সদস্য। বস্তুত, দুই দেশেরই মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। কিন্তু বুচার ঘটনা সামনে আসার পরে ইউক্রেন জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে সরব হয়। ঠিক হয়, রাশিয়া মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিত্ব করতে পারেব কি না, তা নিয়ে ভোটাভুটি হবে।
ইউক্রেন সংকট নিয়ে এই নিয়ে চতুর্থবার ভোটাভুটি হলো জাতিসংঘে। জাতিসংঘের নিয়ম হলো, মানবাধিকার কাউন্সিল থেকে কাউকে বিতাড়িত করতে হলে দুই-তৃতীয়াংশ ভোট প্রস্তাবের পক্ষে থাকতে হবে।
এদিনের ভোটে প্রস্তাবের পক্ষে অর্থাৎ, রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বিতরণের পক্ষে ভোট দিয়েছে ৯৩টি দেশ। রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে ২৪টি দেশ। ভোটদানে বিরত থেকেছে ৫৮টি দেশ।
লক্ষণীয়, এর আগের ভোটগুলিতে রাশিয়ার পক্ষে এত ভোট পড়েনি। এদিন চীনের মতো রাষ্ট্র রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে। এতদিন তারা ভোটদানে বিরত থাকছিল। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ অবশ্য এদিনও ভোটদানে বিরত থেকেছে। ভারত প্রথম থেকেই ভোটাভুটি এড়িয়ে চলেছে।
রাশিয়া মানবাধিকার কাউন্সিল থেকে বিতাড়িত হওয়ার পর জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন। তাদের দাবি, নতুন করে কিয়েভ অঞ্চল থেকে অন্তত ৩০০ জনের দেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে অন্তত ৫০ জন বেসামরিক ব্যক্তি। তাদের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন আছে।
অন্যান্য অঞ্চলেও রাশিয়ার সেনার অত্যাচারের নিদর্শন মিলছে বলে ইউক্রেন দাবি করেছে। ইউক্রেনের বক্তব্য, রাশিয়া মানবতাকে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে আরও কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা
রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’