আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের ১৩২ বিমান ও ১০৫ হেলিকপ্টার গুড়িয়ে দিয়েছে রাশিয়া
এখন পর্যন্ত ইউক্রেন সেনাবাহিনীর ১৩২টি বিমান ও ১০৫টি হেলিকপ্টার গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেন বাহিনীর দুই হাজার ২০০ এর বেশি ট্যাংক এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে দেশটি।
শুক্রবার (১৫ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
ইগর কোনাশেনকভ দাবি করেছেন, সামরিক ইউনিট কাহোভ পানিবিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে।
এছাড়া তিনি বলেন, বিমান বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনীর ছয় স্থাপনা ধ্বংস করেছে। এ সময় তিনি উল্লেখ করেন, ইউক্রেন বাহিনীর ১৩২টি বিমান, ১০৫টি হেলিকপ্টার, ২৪৫টি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ৪৫৭টি মানবহীন আকাশযান ধ্বংস করেছে রাশিয়া।
মুখপাত্র ইগর কোনাশেনকভ আরও বলেন, মস্কোর বাহিনী ইউক্রেনের আরও দুই হাজার ২২৪ টি ট্যাংক ও সাঁজোয়া যান, ২৫১টি মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার, ৯৭১টি হাউইটজার ও মর্টার এবং দুই হাজার ১২৩টি ব্যক্তিগত সামরিক যানও ধ্বংস করেছে।
এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরু পর দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ৯৮২ জন বেসামরিক নিহত হয়েছে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
রমজানেও ব্যবসায় ডাকাতি, শ্রীমঙ্গলের ২-৩ টাকার লেবু ঢাকায় হয়ে যায় ২০ টাকা
রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’