Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ২২ এপ্রিল ২০২২

অর্থনৈতিক সংকট

দেউলিয়া হওয়ার পথে পর্যটনরাষ্ট্র নেপাল

আর্থিক সংকটে শ্রীলংকা ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়েছে কিছুদিন আগেই। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত এ দেশটির পথে হাঁটতে শুরু করেছে নেপালও। কাঠমন্ডুর রপ্তানি ব্যয় মেটানোর জন্য রিজার্ভ সীমিত থাকায় বিলাসবহুল সামগ্রী আমদানি নিষিদ্ধ করার সাম্প্রতিক এক সিদ্ধান্ত বিশেষভাবে ফুটে উঠছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

গত ৪ এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে দেউলিয়া ঘোষণা করেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-সামি। এর কিছুদিন পরেই সরকারিভাবে দ্বীপরাষ্ট্র শ্রীলংকাকে দেউলিয়া ঘোষণা করা হয়। পুরো বিশ্বের অর্থনৈতিক অসামঞ্জস্যতার চাপে পড়ে পর্যটনের জন্য বিখ্যাত দেশ নেপালও দেউলিয়া রাষ্ট্রের কাতারে পড়ে যাচ্ছে।

নেপাল জ্বালানিসহ প্রায় সকল প্রয়োজনীয় জিনিসের আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল। অর্থনীতিও পর্যটনের উপর নির্ভরশীল। তাছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য সীমিত পণ্য রপ্তানি করে থাকে যা দিয়ে দেশটির আমদানি ব্যয় মেটানো হয়।

ধারণা করা হচ্ছে, গত তিন অর্থবছরে শ্রীলঙ্কা সরকারের কিছু ভুল পদক্ষেপের কারণে দেশটির অর্থনীতি আজ অস্থিতিশীল অবস্থা। আর নেপালে্র ক্ষেত্রে গত বছর তৈরি হওয়া রাজনৈতিক সংকটের কারণে দেশের অর্থনৈতিক সংকট ত্বরান্বিত হয়েছে। 

নেপালের বার্ষিক আমদানি বিল ট্রিলিয়ন-রুপির মার্ক অতিক্রম করেছে অনেক আগেই। আবার ২০১৫ সালের ভূমিকম্পের পরে দেশের স্থিতিশিলতা আনয়ন এবং রেমিট্যান্স আয় হ্রাসের কারণে এমন পরিস্থিতি উদ্ভূত হয়েছিল। একই সাথে সম্প্রতি কোভিডের কারণে শুধুমাত্র বিদেশি পণ্য কিনতে এক ট্রিলিয়ন রুপি খরচ করে নেপাল।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়