আন্তর্জাতিক ডেস্ক
আবারও আল-আকসা মসজিদে ইসরায়েলের হামলা, ৩১ ফিলিস্তিনি আহত
অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফের তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পবিত্র রমজান মাসে শুক্রবার ভোরে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ডেইলি সাবাহের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট মেডিক্যাল সার্ভিস বলেছে, অন্তত ৩১ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এর মধ্যে ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এক পুলিশ কর্মকর্তার মুখে পাথরের আঘাত লেগেছে। তাকে চিকিতসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ আল আকসার প্রাঙ্গণে প্রবেশ করে এবং পাথর ছোড়া ফিলিস্তিনি যুবকদের দিকে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।
তবে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, কিছু যুবক হামাসের পতাকা বহন করছিল। শুক্রবার ভোর হওয়ার আগেই তারা পাথর মজুত করে এবং দুর্গ তৈরি করা শুরু করেছিল।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভোরে ফিলিস্তিনি যুবকরা পাথর ছোড়া শুরু করলেও তারা ফজরের নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। এরপর তারা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করে।
এর আগে, অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গত শুক্রবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোরে 'তাণ্ডব' চালায় ইসরায়েলি বাহিনী। সেদিনের সহিংসতায় দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়। এর দুই দিন পর আজ রবিবার ফের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ।
স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সিজিটিএন জানিয়েছে, রবিবার আল-আকসা মসজিদে আবার 'তাণ্ডব' চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
তবে পুলিশ বলছে, আল আকসা পরিদর্শনের জন্য ইহুদি দর্শনার্থী সেখানে আসার কিছুক্ষণ আগে শত শত ফিলিস্তিনি পাথর নিয়ে বিক্ষোভ শুরু করে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’