আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে পাবজি ও টিকটক নিষিদ্ধ করল তালেবান
আফগানিস্তানে জনপ্রিয় ভিডিও শেয়ারের অ্যাপ টিকটক ও মাল্টিপ্লেয়ার গেম পাবজি নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তারা বলছে, এই অ্যাপ ও গেম তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে।
তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনৈতিক অনুষ্ঠান সম্প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারও নিষিদ্ধ করা হবে। দেশটিতে সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন সোপ অপেরার ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারির পর নতুন করে ওই অ্যাপ ও গেমে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
তালেবান সরকারের মুখপাত্র ইমানুল্লাহ সামানগানি বলেন, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচাতে সর্বশেষ নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।
তবে নিষেধাজ্ঞা কবে থেকে ও কত দিনের জন্য কার্যকর হবে, তা স্পষ্ট করেননি তালেবান নেতারা। গত আগস্টে ক্ষমতায় আসার পর এই প্রথম তারা দেশে কোনো অ্যাপ নিষিদ্ধ করলেন।
আরও পড়ুন- আগামী বছরের শেষ পর্যন্ত ইউক্রেনে রুশ হামলা চলবে : বরিস জনসন
বিবিসির আফগান সার্ভিসের সম্পাদক হামিদ সুজা বলেছেন, আফগানিস্তানে বিনোদনের বিভিন্ন পথ বন্ধ থাকায় সাম্প্রতিক মাসগুলোতে তরুণ আফগানদের কাছে টিকটক ও পাবজি জনপ্রিয় হয়ে উঠেছে।
অনৈতিক অনুষ্ঠান সম্প্রচার করে এমন টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারও নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে তালেবান।
দক্ষিণ কোরিয়ার তৈরি প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস (পিইউবিজি) নামের অনলাইন শুটিং গেমটি আফগানিস্তানের আগের সরকারও নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়।
আফগানিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৯০ লাখ।
আরও পড়ুন- দেউলিয়া হওয়ার পথে পর্যটনরাষ্ট্র নেপাল
দেশটির ৩ কোটি ৯০ লাখ মানুষের মধ্যে দুই–তৃতীয়াংশের বয়স ২৫–এর নিচে।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের চারটি শহরে বোমা হামলার দিন অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। ওই বোমা হামলায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
গত বছরের ১৫ আগস্ট পশ্চিমা-সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। সরকার গঠনের পর দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে তারা।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’