আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধের মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া রাশিয়ার
ফাইল ছবি
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে বেশ জোর গতিতেই। তবে যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা থেকে বেরিয়ে রাশিয়ার মূল মনোযোগ এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে। মস্কোর এই পদক্ষেপে যুদ্ধ বন্ধের ক্ষীণ আশা জেগে উঠলেও রাশিয়ার সর্ব-সাম্প্রতিক কর্মকাণ্ডে উত্তেজনা বাড়তে চলেছে আরও।
মূলত ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়া নিজেই সামনে এনেছে এই তথ্য। বৃহস্পতিবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৪ মে) রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে মস্কোর চলমান অভিযানের মধ্যে রুশ সামরিক বাহিনী পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন করেছে। রাশিয়ার কালিনিনগ্রাদের একটি এলাকায় কৃত্রিম এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালানো হয়।
আরও পড়ুন- নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ৩ জন গ্রেপ্তার
এএফপি বলছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ৭০তম দিনে এসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালানোর ঘোষণা দিলো রাশিয়া। প্রায় আড়াই মাসের এই যুদ্ধে হাজারও মানুষ নিহত হয়েছেন এবং ঘর-বাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন এক কোটি ৩০ লাখেরও বেশি মানুষ। আর এতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সংকটের সৃষ্টি হয়েছে।
এএফপি বলছে, বাল্টিক সাগরের তীরবর্তী ছোট একটি শহর কালিনিনগ্রাদ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত এই অঞ্চলটি রাশিয়ার একটি ছিটমহল। বুধবার এখানেই কৃত্রিম পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালায় রুশ সামরিক বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত বাল্টিক সাগরের এই ছিটমহলে কৃত্রিম ‘ইলেক্ট্রনিক লঞ্চ’-র মাধ্যমে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ইস্কান্দার ভ্রাম্যমাণ ব্যালিস্টিক মিসাইল হামলার অনুশীলন করেছে সামরিক বাহিনী।
আরও পড়ুন- শুক্রবার সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় আসানি
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমানঘাঁটি, সুরক্ষিত অবকাঠামো, সামরিক সরঞ্জাম এবং প্রতীকী শত্রুর কমান্ড পোস্টের অনুকরণে তৈরি লক্ষ্যবস্তুতে একক এবং একাধিক হামলার অনুশীলন করে সেনারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইলেক্ট্রনিক ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালানোর পর ‘সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা’ এড়াতে রুশ সেনারা নিজেদের অবস্থান পরিবর্তনের একটি কৌশলের অনুশীলন করে। সামরিক এই মহড়ায় শতাধিক সেনাসদস্য অংশগ্রহণ করেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
কারুকার্যখচিত ঈদগাহের আলোকসজ্জা
ব্রাহ্মণবাজার : হাজারো মহিষ ওঠে এই বাজারে
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’