আন্তর্জাতিক ডেস্ক
পুরুষদের আকর্ষণ এড়িয়ে পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ তালেবানের
আফগানিস্তানের সর্বোচ্চ নেতা এবং তালেবান প্রধান শনিবার (৭ মে) দেশটির নারীদের প্রকাশ্যে পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই নিয়ে তালেবান কর্তৃপক্ষ হিবাতুল্লাহ আখুন্দজাদার একটি আদেশ কাবুল থেকে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, তাদের একটি 'চাদোরি' (মাথা থেকে পায়ের বোরকা) পরা উচিত কারণ এটি ঐতিহ্যগত এবং সম্মানজনক।
আদেশে আরও বলা হয়েছে, শরীয়তের নির্দেশ অনুসারে, মাহরাম নন (প্রাপ্তবয়স্ক ঘনিষ্ঠ পুরুষ আত্মীয়) এমন পুরুষদের সঙ্গে দেখা করার সময় 'উস্কানি' এড়াতে, যে সব নারী খুব বেশি বয়স্ক নয় বা অল্পবয়সী তাদের চোখ ব্যতীত মুখ ঢেকে রাখতে হবে।
'এছাড়া যদি কোনো নারীর বাইরে গুরুত্বপূর্ন কোনো কাজ না থাকে তাহলে তাদের বাড়িতে থাকাই উত্তম,' আদেশে এটিও বলা হয়েছে। গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেয় তালেবান।
আদেশে আরও বলা হয়, ‘যেসব নারী খুব বেশি বয়স্ক নন, আবার তরুণও নন, তাদের অবশ্যই শরিয়া নির্দেশ অনুযায়ী চোখ ছাড়া পুরো মুখ ঢেকে রাখতে হবে। যেন মাহরাম (কাছের সম্পর্কের প্রাপ্তবয়স্ক পুরুষ স্বজন) ছাড়া অন্য পুরুষদের সঙ্গে দেখা হওয়ার সময় তারা আকর্ষণ এড়াতে পারেন।’
তালেবান প্রধানের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, নারীদের যদি বাইরে কাজ না থাকে, তাদের বাড়িতে অবস্থান করাই ভালো।
প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীনও নারীদের ওপর একই ধরনের কড়াকড়ি আরোপ করেছিল তালেবান।
খামা প্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে যেসব নারী এই নির্দেশ মেনে চলবে না তাদের পিতামাতাকে সতর্ক করা হবে। ওসব নারীদেরকে কাউন্সেলিংও করা হবে।
দ্বিতীয়বার একই ভুল করলে বাবা-মাকে তলব করা হবে এবং প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা নারীদের পর্দার বিষয়টি তদারকির পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’