আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:৫১, ২০ মে ২০২২
আলজাজিরার সাংবাদিক শিরিন হত্যার তদন্ত করতে নারাজ ইসরায়েল
শিরিন আবু আকলেহর শবযাত্রা। ছবি- রয়টার্স
ইসরায়েলি সেনার গুলিতে নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহের হত্যার সুষ্ঠুর তদন্তের বিষয়ে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি দেশটির সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইসরায়েলের একটি সংবাদপত্র দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বরাত দিয়ে জানায়, শিরিন হত্যার তদন্ত ইসরায়েলি সৈন্যদের সন্দেহভাজন হিসেবে বিবেচনা করবে এবং তা ইসরায়েলিদের মধ্যে বিভাজন তৈরি করবে।
গত সপ্তাহে ৫১ বছর বয়সী সাংবাদিক শিরিন আবু আকলেহ এক ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়। শুরুতে নিজেদের সেনার গুলিতে নিহত হওয়ার ঘটনা অস্বীকার করে ইসরায়েল। পরে দেশটির প্রধানমন্ত্রী দ্রুত এ বিষয়ে একটি তদন্তের আশ্বাস দিয়েছিল।
আলজাজিরার নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহ
কিন্তু এক সপ্তাহ পার হলেও দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে শিরিনের হত্যার তদন্তের বিষয়ে কোনো তদন্ত হয়নি।
ইসরায়েল সেনাবাহিনী শিরিনের হত্যার তদন্ত শুরু না করায় বিস্মিত হয়নি তার পরিবার।
এক বিবৃতিতে তার পরিবার জানায়, আমরা ইসরায়েলের কাছ থেকে এমনটিই আশা করেছিলাম। একারণে তদন্ত প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ চায়নি। এ ঘটনায় যে সেনা জড়িত তার বিচার চাই।
‘‘আমরা বিশেষভাবে যুক্তরাষ্ট্রের নিকট দাবি জানাই-কারণ সে (শিরিন) একজন মার্কিন নাগরিক। আন্তর্জাতিক সম্প্রদায় একটি সঠিক এবং সুষ্ঠু তদন্ত পরিচালনা করবে। এবং এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করবে।’’
শিরিন মার্কিন নাগরিক হলেও পূর্ব জেরুজালেমে বসবাস করত। মৃত্যুর আগে পশ্চিম তীর এবং গাজায় তিন দশকের বেশি সেখানে আলজাজিরার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। সবশেষ দখলদার ইসরায়েলি সেনার একটি অভিযানের রিপোর্ট করতে গিয়েই এক ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ হারান শিরিন।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজ ভিডিও
জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে
জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’