আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৪২, ১৩ জুন ২০২২
করোনায় আরও ৫৪০ জনের মৃত্যু
বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪০ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ২৩ হাজার ৩৯৪ জনের শরীরে। অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭৭৫ জন।
নতুন মৃত্যু নিয়ে করোনায় বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩১ হাজার ৪৩০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৯৫০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫১ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৮৪৪ জন।
সোমবার (১৩ জুন) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ হাজার ২৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৭৩ লাখ ২১ হাজার ৭০৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৪৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৩১ লাখ ৫৯ হাজার ৭৯২ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ৭৯ হাজার ৩৯৭ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ১৬৩ জন মারা গেছে তাইওয়ানে। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৪৩ জন, রাশিয়ায় ৬৫ জন এবং মেক্সিকোতে ৪২ জন।
এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’