আন্তর্জাতিক ডেস্ক
৮ বছরে জার্মানিতে ৮০০ মসজিদে হামলা
সংগৃহীত ছবি
২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানিতে ৮০০ এর বেশি মসজিদ হুমকি এবং হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে এসব হামলার বেশিরভাগ ক্ষেত্রেই সুষ্ঠু তদন্ত হয়নি। মানবাধিকার সংস্থা 'ব্রান্ডেইলিগের বরাত দিয়ে এই তথ্য জানিয়ে আনাদলু।
সংস্থাটি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানিতে মসজিদে হামলা, গুঁড়িয়ে এবং হুমকির ৮৪০ টি ঘটনা রেকর্ড করেছে।
২০১৮ সালে দেশটির অপরাধের বিশদ বিশ্লেষণে জানা যায়, মসজিদে এসব হামলার বেশিরভাগ হামলাকারীই ধরাছোঁয়ার বাইরে ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে দেশটিতে মসজিদে ১২০টি হামলার রেকর্ড করা হয়। এর মধ্যে কেবল ৯ টি হামলার হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।
সংস্থাটির বিশেষজ্ঞরা, এই হার উদ্বেগের কারণ উল্লেখ করে জানান, অন্তত ২০টি হামলার ক্ষেত্রে হামলাকারী মসজিদে অগ্নিসংযোগ, মুসল্লিদের হত্যা বা শারীরিক ক্ষতি করার উদ্দেশ্য ছিল।
বিশেষজ্ঞরা বলেন, সাধারণভাবে পুলিশ কর্মকর্তারা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অনতিবিলম্বে তদন্ত শুরু করে। এরপরেও আজ অবধি প্রায় কোনো ঘটনারই সমাধান হয়নি।
রিপোর্টে বলা হয়েছে, দেশটিতে মসজিদে বেশ কয়েকটি হামলার পেছনে বামপন্থী চরমপন্থী এবং ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর অনুসারীরা ছিল। তবে বেশিরভাগ হামলা চালিয়েছে দক্ষিণপন্থী চরমপন্থী বা নব্য-নাৎসি গোষ্ঠী।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’