আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৬:৫৭, ১৩ জুলাই ২০২২
ঈদের পরদিন থেকে বন্যায় পাকিস্তানে ২৭ জনের মৃত্যু
আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ
সম্প্রতি ভারী বৃষ্টিপাত এবং এর ফলে সৃষ্ট বন্যায় নাকাল পাকিস্তানের বহু অঞ্চলের মানুষ। ঈদের পরও এবার তাদেরকে দেখতে হয়েছে বন্যার ভয়াবহতা। ঈদের একদিন পর গত রোববার ও সোমবার পর্যন্ত বন্যায় ২৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
ঈদুল আজহা উদযাপনের পর ভারি বৃষ্টির কারণে সৃষ্ট এ বন্যায় পাকিস্তানে পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা, ফসলি জমি। কোনো কোনো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্থানীয় কর্তৃপক্ষকে প্রবল বৃষ্টির শঙ্কা ও বন্যাদুর্গত এলাকা পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। দেশটির সিন্ধু, বেলুচিস্তান ও দক্ষিণ পাঞ্জাব প্রদেশ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, রোববার (১০ জুলাই) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত করাচিতে ভারি বৃষ্টির কারণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বাণিজ্যিক রাজধানীটিতে মঙ্গলবারে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) ও সিন্ধু পুলিশ বলছে, গত জুলাই থেকে ৪৯ জন মানুষের মৃত্যু হয়েছে বৃষ্টিজনিত কারণে। তার মধ্যে ৩১ জন শুধু করাচিতে। গত ৪ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ২৬ জন শুধু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জনই মারা গেছেন করাচিতে। পুলিশ আরও জানায়, ৫ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এ ছাড়া করাচিতে দেয়াল ধসে মারা গেছেন আরও ৪ জন।
দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বৃষ্টি থামতে পারে। তবে সতর্ক করেছে যে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার আবারও বৃষ্টি শুরু হতে পারে এবং চারদিন (রোববার পর্যন্ত) স্থায়ী হতে পারে। সিন্ধু ও বেলুচিস্তানে ভারি থেকে অতিভারি বৃষ্টিসহ বজ্রপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া বিভাগ। সূত্র- ডন
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’