Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৯ জুলাই ২০২২

জ্বালানি সহযোগিতা চুক্তি সই করলো ফ্রান্স-আমিরাত

ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাতের সরকার জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার দেশ দুটির মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে ফরাসি সরকার জানিয়েছে। খবর রয়টার্সের।

ফরাসি সরকার এক বিবৃতিতে বলেছে, এই অংশীদারিত্বের লক্ষ্য ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোথাও হাইড্রোজেন, নবায়নযোগ্য এবং পারমাণবিক শক্তির খাতে যৌথ বিনিয়োগ প্রকল্পগুলো চিহ্নিত করা।

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমানে অনিশ্চিত শক্তির প্রেক্ষাপটে এই চুক্তিটি সহযোগিতার জন্য একটি স্থিতিশীল দীর্ঘমেয়াদি কাঠামোর পথ প্রশস্ত করবে। সেইসাথে নতুন শিল্প চুক্তির পথ উন্মুক্ত করবে।

বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে পশ্চিমারা। নিজেদের জ্বালানি সংকট মোকাবেলা করতে দেশগুলো এখন মরিয়া হয়ে মধ্যপ্রাচ্যের সহায়তার দিকে তাকিয়ে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মধ্যপ্রাচ্যে সফর করছেন।

এদিকে মে মাসে আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তার সৎ ভাইয়ের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম বিদেশী রাষ্ট্রীয় সফর। জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ফ্রান্সে থাকবেন তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়