আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
আপডেট: ১৫:০৫, ২১ জুলাই ২০২২
ব্রিটেনের প্রধানমন্ত্রী হবার দৌড়ে টিকে রইলেন ঋষি-ট্রাস
ক্ষমতাসীন টোরি দলের নেতা হওয়ার পথেও টিকে আছেন এই দুজনই
ব্রিটেনের জনসন পরবর্তী প্রধানমন্ত্রী হবার দৌড়ে শেষ পর্যন্ত টিকে রইলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক এবং লিজ ট্রাস। একইসঙ্গে, ক্ষমতাসীন টোরি দলের নেতা হওয়ার পথেও টিকে আছেন এই দুজনই। এ পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে ঋষির পক্ষে, তারপরে বেশি ভোট পেয়ে টিকে আছেন ট্রাস।
বুধবারের (২০ জুলাই) ভোটাভুটিতে তৃতীয় হয়ে লড়াই থেকে বাদ পড়লেন পেনি মরডন্ট। এ দফায় ঋষি পেয়েছেন ১৩৭ ভোট, লিজ ট্রাস ১১৩ এবং পেনি ১০৫ ভোট।
এ পর্যন্ত হওয়া ভোটাভুটির সবগুলোতেই ঋষি সুনাক এক নম্বরে ছিলেন। শেষ রাউন্ডের ভোটে মুখোমুখি হবেন ঋষি এবং লিজ ট্রাস। বরিস জনসন মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে যিনি বিজয়ী হবেন, তিনিই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে তার শেষ প্রশ্নোত্তরপর্বে জনসন বলেছেন, তার পরে যিনি প্রধানমন্ত্রী হবেন, তার প্রতি পরামর্শ হলো, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ থাকবেন, ইউক্রেনের পাশে থাকবেন এবং বিশ্বের সর্বত্র গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করবেন।
জনসন বলেছেন, সবাই দেশকে করোনার কবল থেকে বের করে আনার জন্য কাজ করছি। সফলও হয়েছি। তবে এখনো অনেক কাজ বাকি।
বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের অধিবেশন মুলতুবি হয়ে গেছে। এবার ক্ষমতাসীন টোরিরা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ততদিন জনসনই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে থাকবেন।
- ক্যাম্পের ভেতরে-বাইরে বেপরোয়া রোহিঙ্গারা, মাদক ও অস্ত্র চোরাচালানে লিপ্ত অনেকে
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তা এবং কয়েকটি কথা
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’