Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৩, ৬ আগস্ট ২০২২

কাবুলে আইএসের হামলায় নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৮ জন। ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। শুক্রবার (৫ আগস্ট) শহরটির একটি শিয়া আবাসিক এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে আইএস জানায়, পশ্চিম কাবুলে হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।

তালেবান নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এ বিস্ফোরণে।

তিনি আরো বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়