আন্তর্জাতিক ডেস্ক
ডুবন্ত ভারতীয় নৌকা থেকে নয় কর্মীকে উদ্ধার পাকিস্তানের
পাকিস্তানের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ডুবে যাওয়া নৌকাটির নাম 'জামনা সাগর'। তাতে মোট ১০ জন কর্মী ছিলেন। নৌকাটি থেকে তারা ডিসট্রেস কল দেন। সেই কল শোনার পর পাকিস্তান মেরিটাইম ইনফরমেশন সেন্টার পাশে থাকা একটি জাহাজকে প্রয়োজনীয় সাহায্য করতে বলে। তারাই নৌকার নয়জন ভারতীয় কর্মীকে উদ্ধার করে।
ডয়চে ভেলের বাংলা প্রতিবেদনে জানা যায়, ওই জাহাজটি দুবাই যাচ্ছিল। তারা ভারতীয় কর্মীদের উদ্ধার করে আবার দুবাই যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা ভারতীয় কর্মীদের নামিয়ে দিয়ে যাবে।
এরপর পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ও দুইটি হেলিকপ্টার সেখানে গিয়ে পৌঁছায়। কারণ, তখনো একজন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা সেই কর্মীর মৃতদেহ সমুদ্রে ভাসতে দেখে। তার দেহ উদ্ধার করা হয় এবং তা পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে দেয়া হয়েছে।
এর আগে এই বছরের গোড়ায় পাকিস্তানের নৌবাহিনী ভারতের একটি সাবমেরিনকে ওই অঞ্চলে ট্র্যাক করেছিল। তখন পাকিস্তান অভিযোগ করেছিল, ভারত নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ওই সাবমেরিন পাঠিয়েছিল। নৌবাহিনী সতর্ক থাকায় তারা পাকিস্তানের জলসীমায় ঢুকতে পারেনি বলে পাকিস্তান দাবি করেছিল।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’