আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
লিবিয়ার
ত্রিপোলিতে রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষে ২৩ মৃত্যু
নিহতদের মধ্যে দেশটির তরুণ কমেডিয়ান মুস্তফা বারাকাও রয়েছেন
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অনন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে রাজনৈতিক অস্থিরতার জের ধরে বিরোধী পক্ষগুলোর ধারা এই সংঘর্ষ সংগঠিত হবার তথ্য বিবিসির প্রতিবেদনে পাওয়া গেছে।
সংঘর্ষে নিহতদের মধ্যে দেশটির তরুণ কমেডিয়ান মুস্তফা বারাকাও রয়েছেন বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
রোববার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান
দেশটিতে কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা গত দুই বছরের সবচেয়ে বাজে সংঘর্ষে রূপ নেয়। এটি বৃহত্তর সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বিবদমান রাজনৈতিক গ্রুপগুলোকে নিজেদের মধ্যে শত্রুতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৭ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল।
সিগারেটে অতিরিক্ত ৩৬০০ কোটি রুপির কর বসাল পাকিস্তান
২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ায় বিশৃঙ্খলা দেখা দেয় এবং দেশটির দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকে উত্তর আফ্রিকার এই দেশটিতে অস্থিতিশীলতা চলছে। তা সত্ত্বেও গত দুই বছরে তুলনামূলকভাবে শান্ত সময় পার করেছে লিবিয়া।
বিবিসি বলছে, শনিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সশস্ত্র বাহিনী ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি কাফেলাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে। দেশটির পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট ফাথিকে প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এই কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তিনি একজন প্রতিদ্বন্দ্বী।
রাজধানীর বিভিন্ন এলাকায় গুলিবর্ষণ ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে কালো ধোঁয়া উঠতেও দেখা যায়।
লিবিয়ার জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
এশিয়া কাপ খেলতে দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল
জাতিসংঘের লিবিয়া মিশন জানিয়েছে, বেসামরিক জনবহুলে এলাকায় নির্বিচারে মাঝারি ও ভারী গোলাবর্ষণ করা হয়েছে। দেশটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব এই সংস্থাটি।
তেল-সমৃদ্ধ লিবিয়ায় একসময় বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে শিক্ষা দেওয়া হতো। দেশটিতে জীবনযাত্রার মানও ছিল খু্ব উন্নতমানের। ২০১১ সালে কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুতির পর থেকে দেশটিতে অস্থিতিশীলতা চলছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- মৌলভীবাজারে বঙ্গবন্ধু : খুঁজে পাই পিতার পদচিহ্ন (ভিডিও)
- দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন
- এ পি জে আব্দুল কালাম: ‘দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’