Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ২ সেপ্টেম্বর ২০২২

তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল, গ্রিসের কোনো দাম নেই: এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।

সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আমলে তুরস্কের সঙ্গে বাকি সদস্যদের সংঘাত বেড়েই চলেছে। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান মনে করেন, ন্যাটোতে গ্রিসের কোনো দাম নেই। তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল।

শুক্রবার জুমার নামাজ শেষে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান আরও বলেন, তুর্কি উপস্থিত থাকলে ন্যাটো শক্তিশালী, তুরস্ককে ছাড়া ন্যাটো দুর্বল। তিনি আরও বলেন, ন্যাটোতে তুরস্কের বিরুদ্ধে গ্রিসের নেতিবাচক কর্মকাণ্ড জোটের অন্য সদস্যদের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ করতে পারবে না। 

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট নিজেদের বিজয় দিবস পালন করে তুরস্ক। এদিনে তুরস্ককে শুভেচ্ছা জানিয়ে ন্যাটোর পক্ষ থেকে একটি বার্তা দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রিস সেটি আটকে দেয়। তারা ন্যাটোকে এ শুভেচ্ছা বার্তা দিতে দেয়নি। 

১৯২২ সালের এদিন দুমুলপিনার যুদ্ধে জয় পায় তুরস্ক। এটি ছিল তুরস্কের স্বাধীনতা যুদ্ধের শেষ যুদ্ধ। ১৯২২ সালের ৩০ আগস্ট এই যুদ্ধ শেষে আনাতোলিয়া থেকে সরে যেতে বাধ্য হয় গ্রিক সেনারা। ১৯২৩ সাল থেকে এ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে তুরস্ক এবং ১৯২৬ সালে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

সূত্র: ডেইলি সাবাহ।

আইনিউজ/এসকেএস

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

বাংলাদেশের সাংস্কৃতি উৎসবে মুগ্ধ বিদেশিনী | Monipuri Ras Festival | Banagladeshi Culture | Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

মৌলভীবাজারে বিশেষ পদ্ধতিতে মৌমাছির মাধ্যমে মধু চাষ হচ্ছে | Honey Farming Process in Bangla

আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়