বিশ্ব ডেস্ক, আই নিউজ
আপডেট: ১২:২৬, ৯ সেপ্টেম্বর ২০২২
ব্রিটিশ পতাকা অর্ধনমিত হতেই জনতা বুঝে নেয় রানী এলিজাবেথ আর নেই
রানি দ্বিতীয় এলিজাবেথ
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা। রাজপ্রাসাদে অর্ধনমিত হয়ে যায় ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক। উপস্থিত জনতার বুঝতে বাকি নেই- রানি এলিজাবেথ আর নেই। রাজপ্রাসাদ থেকে ঘোষণা আসে রানি এলিজাবেথের মৃত্যুর খবর।কান্নায় ভেঙে পড়েন উপস্থিত জনতা। বাকিংহাম প্যালেসের সামনে জনতার ঢল নামে। রানির মৃত্যুর খবরে হাজার হাজার মানুষ সমস্বরে ব্রিটেনের জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কুইন’ গাইতে থাকেন।
বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি জীবনের শেষ সময়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। সেখানে গ্রীষ্মকালীন অবকাশ যাপন করছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রিটিশ রাজপ্রসাদ বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে রানির মৃত্যুর খবর জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসও এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য অবনতির খবর পেয়ে লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। যদিও রানি স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। গত জুলাই থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) ভার্চ্যুয়ালি হওয়া প্রিভি কাউন্সিলে যোগ দেননি রানি এলিজাবেথ। কারণ চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার জন্য বলেন।
বৃহস্পতিবার বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ অসুস্থ। তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এদিকে রানির মৃত্যুর খবর পেয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসের সামনেও জড়ো হয়েছেন সাধারণ মানুষ। এছাড়া উইন্ডসর ক্যাসেলের সামনেও হাজার মানুষের ভিড় তৈরি হয়েছে। প্রাসাদের সামনে ফুল দিয়ে রানিকে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে পুলিশ ব্যারিকেড উঠিয়ে নিয়েছে।
রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল। তিনি ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। সম্প্রতি তার সিংহাসনে আরোহণের ৭৫ বছর পূর্তি উদ্যাপন করা হয়। রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা রানি হিসেবে ২০১৫ সালে রানি ভিক্টোরিয়াকে ছাড়িয়ে যান। রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য এবং আরও ১৫টি কমনওয়েলথ রাজ্যের রানি ছিলেন। তার মৃত্যুতে ছেলে চার্লস ব্রিটেনের রাজা হয়েছেন।
আই নিউচ/এইচকে
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’