আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
বাকিংহাম প্যালেসে পৌঁছেছে রানি এলিজাবেথের মরদেহ
সোমবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাকিংহাম প্যালেসে আনা হয়েছে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত রানির মরদেহ সেখানে রাখা হবে যাতে রয়্যাল পরিবারের সকলে তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মরদেহবাহী গাড়িবহর লন্ডনে রানির সরকারি আবাসস্থল ও দপ্তর বাকিংহাম প্যালেসে পৌছায়। বাকিংহাম প্যালেসে পৌঁছালে কফিন গ্রহণ করেন তাঁর দৌহিত্রদ্বয় প্রিন্স উইলিয়াম ও হ্যারিসহ রাজ পরিবারের সদস্যরা।
এর আগে সোমবার এডিনবার্গের সেন্ট জাইলস ক্যাথেড্রালে রানির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে হাজার হাজার মানুষ।
রানীর কফিন এডিনবার্গ থেকে একটি সামরিক বিমানে করে লন্ডনে আনা হয়। লন্ডনের নর্থহল্ট বিমানঘাঁটিতে মরদেহ গ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস সহ আরো অনেকে। এ সময় রানির কফিনের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে প্রিন্সেস অ্যান।
রানীর মরদেহ বহনকারী গাড়িবহর আসার খবরে বিমানঘাঁটি থেকে বাকিংহাম প্যালেস পর্যন্ত ১৪ মাইল পথের দুই পাশে অসংখ্য মানুষ অপেক্ষায় ছিলেন। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ সময় বৃষ্টি ও বৈরী আবহাওয়া মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ।
আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে আজ বুধবার বিকেল থেকে চারদিন তার কফিনটি লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। সেখানে সাধারণ মানুষ রানীর প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।
রানীর অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০০ জনের বেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করছে যুক্তরাজ্য সরকার। ইতিমধ্যে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন সব দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে রাশিয়া, বেলারুশ ও মায়ানমার এর কোন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি।
আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
- তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল, গ্রিসের কোনো দাম নেই: এরদোগান
- ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান
ইতিমধ্যে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনে লন্ডনে উপস্থিত হবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। রানীকে চিরবিদায় জানাতে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এর মধ্য দিয়ে রানীর অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন ঘিরে যুক্তরাজ্যে অন্যতম বৃহৎ কূটনৈতিক জমায়েত হতে যাচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছরে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এ সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর সিংহাসনে ছিলেন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করেছেন তিনি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- মৌলভীবাজারে বঙ্গবন্ধু : খুঁজে পাই পিতার পদচিহ্ন (ভিডিও)
- দ্য কনসার্ট ফর বাংলাদেশ: ইতিহাসে ভিন্নরকম এক সঙ্গীতায়োজন
- এ পি জে আব্দুল কালাম: ‘দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু