Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ১৫ অক্টোবর ২০২২

কয়লাখনিতে বিস্ফোরণ, ২৫ শ্রমিকের মৃত্যু

নিখোঁজদের পরিবার ও বন্ধুরা উদ্বিগ্নভাবে তাদের প্রিয়জনের খবরের অপেক্ষায়।

নিখোঁজদের পরিবার ও বন্ধুরা উদ্বিগ্নভাবে তাদের প্রিয়জনের খবরের অপেক্ষায়।

তুরস্কের বারতিন প্রদেশে একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ঘটনায় অন্তত ২৫ শ্রমিকের মৃত্যু হয়েছে, খনির ভেতরে আটকে পড়েছে আরও কয়েক ডজন মানুষ।

স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বিবিসি জানায়, বিস্ফোরণের সময় খনিতে প্রায় ১১০ জন লোক কাজ করছিলেন। তাদের মধ্যে প্রায় কয়েক ডজন কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।

১১ জনকে উদ্ধার, চাপা পড়ে আছেন অর্ধশত শ্রমিক
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উদ্ধারকর্মীরা। খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনো খনির ভেতর চাপা পড়ে আছেন অর্ধশত শ্রমিক।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরের অপেক্ষায় নিখোঁজদের পরিবার 
উদ্ধারকর্মীরা রাত থেকেই আটকা পড়াদের বের করে আনতে কাজ করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়। 

নিখোঁজদের পরিবার ও বন্ধুরা উদ্বিগ্নভাবে তাদের প্রিয়জনের খবরের অপেক্ষায়।

কয়লাখনিটি ঝুঁকিপূর্ণ ছিল
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু জানিয়েছেন, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কর্মরত ছিল। সেখানে এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি।

কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। 

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণ ঘটেছে, যা মিথেন কয়লা খনিতে বিস্ফোরক মিশ্রণ তৈরি করছে।

আমরা সত্যিই একটি দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন, বলেন তিনি। তিনি আরও বলেন, খনির ভেতরে আংশিক ধসে পড়েছে। সেখানে কোনো আগুন ছিল না এবং বায়ুচলাচল সঠিকভাবে কাজ করছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শনিবার ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

আমাসরার মেয়র রেকাই কাকির বলেছেন, যারা বেঁচে গেছেন তাদের অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর সোমাতে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৩০১ জনের মৃত্যু হয়। 

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়