আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
আপডেট: ১৮:৪৪, ৩ নভেম্বর ২০২২
পাকিস্তানে গু লি বি দ্ধ ইমরান খান, আ হ ত কয়েকজন
ঘটনায় ইমরান খানের দুই সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাট্টা আহত হয়েছেন
সরকারবিরোধী লংমার্চে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই লংমার্চের ডাক দিয়েছিলেন খোদ ইমরান খান। ইমরান খানের পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ওয়াজিরাবাদের কাছে ইমরানকে বহনকারী গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছোড়ে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন।
এই হামলায় ইমরান খান ও তার দুই সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ ছাট্টা আহত হয়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন। এ দাবি আদায়ের লক্ষ্যে গত শুক্রবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করেন তিনি। লং মার্চ করায় তার ওপর ভীষণ ক্ষিপ্ত হয়েছে পাকিস্তানের বর্তমান সরকার। শোনা যাচ্ছে ইমরান খানকে আটকও করা হতে পারে।
এর মাঝেই বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, ইমরান খানকে আটক করা হলে কোন কারাগারে রাখা হবে সেটিও ঠিক করে ফেলেছেন তিনি। এমনকি সাবেক এই প্রধানমন্ত্রীকে কারাগারের কোন ওয়ার্ডে রাখা হবে সে বিষয়েও জানিয়েছেন তিনি।
বুধবার স্থানীয় সময় রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, যেহেতু রাজনীতিবীদরা মাচ জেলে আগে থেকেছেন, সেজন্য আমি তাকে মাচ জেলের মিরচি ওয়ার্ডে রাখব। সানাউল্লাহ আরও বলেন, যদি তিনি ইমরান খানকে ধরেন তাহলে তাকে আর ছাড়বেন না।
চলতি বছরের মার্চে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ক্ষমতা হারানোর পর থেকেই তিনি বলে আসছেন ‘বিদেশি ষড়যন্ত্রে’ ক্ষমতাচ্যুত হয়েছেন। এরপর থেকেই আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন তিনি।
ক্ষমতা হারানোর দুই মাস পর রাজধানীর উদ্দেশে লং মার্চ করে সেখানে অবস্থান নিয়েছিলেন। কিন্তু দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষ বেধে গেলে রাতের বেলা হঠাৎ করে সমর্থকদের অবস্থানস্থল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি।
লং মার্চের ৪র্থ দিন গত মঙ্গলবার ইমরান খান পাকিস্তানে একটি শান্তিপূর্ণ বিপ্লব আসছে বলেও মন্তব্য করেন।
ইমরান খান বলেন, ‘যখন আমরা একটি শহরের মধ্য দিয়ে যাবো, সবাই দেখতে পাবেন যে দেশে বিপ্লব আসছে। জাতি জানবে পাকিস্তানে একটি শান্তিপূর্ণ বিপ্লব আসছে।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’