আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
আপডেট: ১৬:৫৭, ৫ নভেম্বর ২০২২
৭১ সালে পাকিস্তান বাংলাদেশের সাথে অন্যায় করেছে : ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) সঙ্গে পশ্চিম পাকিস্তান (বর্তমান পাকিস্তান) অন্যায় অবিচার করেছে। আর এজন্যই বৃহত্তর পাকিস্তান রাষ্ট্র ভেঙ্গে গিয়েছিল।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) লং মার্চে তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর বন্দুক হামলার পর শুক্রবার (৪ নভেম্বর) হামলার বিষয়ে জানাতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানলেন তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইউটিউব চ্যানেল থেকে ইমরান খানের ওই বক্তব্য সরাসরি প্রচার করা হয়।
তার ওপর সঙ্গে অন্যায়-অবিচার করা হচ্ছে বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও টানেন ইমরান খান। তার দলের সঙ্গে জুলুম হচ্ছে জানিয়ে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের সঙ্গে কী হয়েছিল? সবচেয়ে বড় যে রাজনৈতিক দল নির্বাচনে জিতেছিল, তাদের ওপর দমন-পীড়ন চালিয়েছিল সামরিক বাহিনী। তাদের যে অধিকার ছিল, তা দেওয়া হয়নি।
ইমরান বলেন, ‘১৮ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৯৭১ সালে খেলতে গিয়েছিলাম পূর্ব পাকিস্তানে। পাকিস্তানের গণমাধ্যমের ওপর তখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আমার জানা ছিল না, সেখানকার মানুষের ভেতরে কী পরিমাণ ঘৃণা জমেছিল। কেন ঘৃণা জমেছিল? তারা নির্বাচনে জিতেছিল আর আমরা তাদের সেই অধিকার দিচ্ছিলাম না। প্রধানমন্ত্রী তাদের হওয়ার কথা। কিন্তু আমরা এখানে (পশ্চিম পাকিস্তানে) বসে সিদ্ধান্ত নিলাম, আমরা তাদের প্রধানমন্ত্রী হতে দেব না।’
খান বলেন, পশ্চিম পাকিস্তান অন্যায় অবিচার না করলে বৃহত্তর পাকিস্তান রাষ্ট্র ভেঙ্গে যেতো না। ইমরান খানের দাবি ৮০-র দশকে যখন তিনি বাংলাদেশে খেলতে এসেছিলেন তখন স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে অনেক বাংলাদেশিকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুনেছিলেন। এ থেকে তিনি বুঝতে পেরেছিলেন, পূর্ব পাকিস্তানিরা বৃহত্তর পাকিস্তান রাষ্ট্র ভাঙ্গার জন্য দায়ী নয় বরং পশ্চিম পাকিস্তানিদের অন্যায় অবিচারের কারণেই পূর্ব পাকিস্তানের মানুষ স্বাধীন হতে চেয়েছে।
‘(বাংলাদেশের মুক্তিযুদ্ধের) ১৮ বছর পর পাকিস্তানের অধিনায়ক হিসেবে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েছিলাম। দুই ম্যাচের সিরিজ আমরা জিতে গিয়েছিলাম। আমরা পশ্চিম পাকিস্তানিরা তাদের অধিকার কেড়ে নেওয়ায় ও ন্যায়বিচার না করায় যে দেশে ১৯৭১ সালে আমাদের বিরুদ্ধে এত ঘৃণা ছিল, সেখানের স্টেডিয়ামে উপস্থিত ৫০,০০০ মানুষ একটাই স্লোগান দিচ্ছিলেন - পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘(সেই প্রদর্শনী ম্যাচ যেখানে খেলা হয়েছিল, সেই) স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমরা ওদের উপর কতটা অবিচার করেছি। ওরা আমাদের ছেড়ে দিতে চাইতেন না। কিন্তু আমরা ওদের সঙ্গে ন্যায় বিচার করিনি।’
বৃহস্পতিবার গুলিবিদ্ধ হওয়ার পর শুক্রবার প্রথমবার জনসমক্ষে আসেন ইমরান। লাহোরের হাসপাতালে হুইলচেয়ারে বসেই প্রায় এক ঘণ্টা ভাষণ দেন ইমরান। তার বাঁ পায়ে মোটা করে ব্যান্ডেজ দেখা গিয়েছে। সেই পা তুলে রেখে ভাষণের সময় পাকিস্তানি সরকারকে তুমুল আক্রমণ শানান ইমরান। তার নিশানায় ছিলেন মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অভিযোগ করেন, তাকে খুনের চেষ্টা করেছিলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী। তাকে গুলি করার যে চক্রান্ত করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের ‘মাস্টারমাইন্ড’ ছিলেন মন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কমান্ডার। ইমরানের কথায়, ‘তারা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।’ যদিও পাকিস্তান সরকারের দাবি, ইমরানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তাদের কোনও হাত নেই।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, ধর্মীয় ভাবাবেগকে হাতিয়ার করে তাকে খুনের ছক তৈরি করা হয়েছিল। তিনি ধর্মের বিরুদ্ধাচরণ এবং হযরত মোহাম্মদের অবমাননা করেছেন বলে ছড়িয়ে দেওয়া হত। তারপর তাকে খুন করিয়ে বলা হত যে, কোনও ধর্মীয় উগ্রপন্থী সেই ঘটনায় জড়িত আছে।
ইমরান খান তার ওপর হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও পাকিস্তানের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ে কর্মরত মেজর জেনারেল ফয়সাল নাসিরকে দায়ী করেছেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’